ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

যশোরে আলোর ফেরিওয়ালা

প্রকাশিত: ০৪:৩৯, ১২ জানুয়ারি ২০১৯

 যশোরে আলোর ফেরিওয়ালা

এ যেন মেঘ না চাইতেই বৃষ্টি! ঠিক তাই করে দেখাল যশোর পল্লী বিদ্যুত সমিতি-২। মনিরামপুরে গ্রাহকের বাড়িতে শতভাগ বিদ্যুত সংযোগ দিতে এবার সমিতির পক্ষ থেকে এ ব্যতিক্রমী পদক্ষেপ নেয়া হয়েছে। সমিতির পক্ষ থেকে গ্রামের সাধারণ খেটে খাওয়া মানুষের বাড়িতে গিয়ে স্ব-উদ্যোগে তাদের বিদ্যুত সংযোগ দিচ্ছে। আর এতে মানুষের প্রশংসা কুড়িয়েছে সমিতি। সাধারণ মানুষের দাবি এভাবেই যেন চলে চিরকাল। আলোর ফেরিওয়ালা কর্মসূচীর আওতায় মনিরামপুরের জালঝাড়া গ্রামের আব্দুল কুদ্দুস এত সহজে বিদ্যুত সংযোগ পেয়ে তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এ কথা বলছিলেন, এমন দেশে এটা সত্যিই অকল্পনীয় এক ঘটনা। এমন অভিব্যক্তি ব্যক্ত করছিলেন বাড়িতে নতুন বিদ্যুত সংযোগ পাওয়া যশোরের কুয়াদা গ্রামের মোশারফ হোসেন। তিনি বলছিলেন, মিটার ক্রয়ের টাকাসহ অফিসের আনুষঙ্গিক অর্থ পরিশোধ করা মাত্রই বাড়িতে নতুন বিদ্যুত সংযোগ পেয়েছেন তিনি। শতভাগ বাড়িতে বিদ্যুতের আলো ছড়িয়ে দিতে এমনই কার্যক্রম হাতে নিয়ে বাস্তবায়ন করে চলেছে যপবিস-২ (যশোর পল্লী বিদ্যুত সমিতি-২)-এর জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ মৃধার নেতৃত্বে সমিতির অন্যরা। ‘আলোর ফেরিওয়ালা’ লেখা সম্বলিত ব্যানার ভ্যানের সামনে ঝুলিয়ে একজন ওয়্যারিং ইন্সপেক্টর ও একজন লাইনম্যান মনিরামপুরের প্রত্যন্ত গ্রামে ছুটে চলেছেন বাড়িতে নতুন বিদ্যুত সংযোগ দিতে। এ সময় কথা হয় টিমের নেতৃত্বে থাকা যপবিস-২’র এজিএম (অপারেশন এ্যান্ড মেনইটেনেন্স) মোঃ নাজিম হোসাইনের সঙ্গে। তিনি জানান, যপবিস-২’র আওতায় সদর দফতরসহ ৭টি উপকেন্দ্রে গত রবিবার হতে প্রতিদিন ৮টি ভ্যান নতুন বিদ্যুত সংযোগ দিতে ছুটে চলেছে গ্রামে গ্রামে। যপবিস-২’র জেনারেল ম্যানেজার আব্দুর রশিদ মৃধা জানান, দালালের খপ্পরে পড়া গ্রাহক হয়রানি প্রতিরোধে, সমিতির সেবার মান বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম হাতে নেয়া হয়েছে। শতভাগ বাড়িতে নতুন বিদ্যুত সংযোগ পৌঁছে দিতে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান। -সাজেদ রহমান, যশোর থেকে
×