ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সিঙ্গাপুরে নয়া ইকোপার্ক নিয়ে পরিবেশবাদীদের ক্ষোভ

প্রকাশিত: ০৫:২৪, ১১ জানুয়ারি ২০১৯

 সিঙ্গাপুরে নয়া ইকোপার্ক নিয়ে পরিবেশবাদীদের ক্ষোভ

সিঙ্গাপুরে আরও দর্শনার্থীদের আগমন ঘটানোর জন্য একটি বিশাল পরিবেশ পর্যটন (ইকো-টুরিজম) অঞ্চল তৈরি করছে। তবে পরিবেশবাদীরা মনে করেন যে, এই উন্নয়ন প্রাকৃতিক আবাসস্থলকে ক্ষতিগ্রস্ত করবে। ইতোমধ্যেই ধারাবাহিকভাবে বন্য প্রাণীর মৃত্যুর জন্য একে দায়ি করা হয়েছে। দ্য স্টার অনলাইন ও এএফপি। আকাশচুম্বী ভবনগুলোর সঙ্গে এটি একটি অর্থনীতির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত হওয়া সত্ত্বেও ক্রান্তীয় সিঙ্গাপুরে এখনও সারি সারি রেইনফরেস্ট ও বন্য প্রাণীর সমারোহ দেখা যায়। যেজন্য বানর থেকে প্যাঙ্গোলিনকে দেখা যায়। এজন্য অবশ্য এলাকাটি বিলুপ্তপ্রায় প্রাণীর অভয়ারণ্য হিসেবে পরিচিত। শহরটির এক সবুজ কোণে চিড়িয়াখানা ও দুটি সহজাত আকর্ষণ রয়েছে। যার একটি হল নাইট সাফারি ও রিভার সাফারি। যা বিদেশী ও স্থানীয় দর্শনার্থীদের জন্য অনেক বড় আকর্ষণ। পাখিদের পার্ক, রেইনফরেস্ট পার্ক ও চার শ’ ঘরের রিসোর্ট জন্য এখন বনাঞ্চল পরিষ্কার করে ফেলা হচ্ছে। যাতে একটি সবুজ পর্যটন কেন্দ্র তৈরি করা যায়। আশা করা হচ্ছে, এজন্য লাখ লাখ দর্শক প্রতিবছর সেখানে যাবেন। তবে মান্দাই এলাকার এই প্রকল্পটি নিয়ে পরিবেশবাদীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। তারা বিশ্বাস করেন, এটি জীব- বৈচিত্র্যের উন্নয়নের পরিবর্তে এলাকাটির জন্য খুব বেশি প্রযোজ্য বন্য আবাসগুলো ধ্বংস করবে। তারা বলছেন, কাজ শুরু হওয়ার আগে অপর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা স্থাপন করা হয়েছে। যা রাস্তায় প্রাণহানি হবে। এটি সিঙ্গাপুরের উন্মুক্ত আকাশের অভাব সৃষ্টি করবে। দ্রুত এই উন্নয়ন সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছে পরিবেশবাদীরা। উদ্বেগ এজন্য যে, দেশের আরও কিছু বন্য ও সবুজ এলাকাগুলো কেবলমাত্র কৃত্রিম কিছু দিয়ে প্রতিস্থাপিত করা হচ্ছে।
×