ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়ে গেল অস্ট্রেলিয়ান ওপেনের ড্র

জোকোভিচ-হ্যালেপ শীর্ষ বাছাই

প্রকাশিত: ০৪:৩৪, ১১ জানুয়ারি ২০১৯

 জোকোভিচ-হ্যালেপ শীর্ষ বাছাই

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ১৪ জানুয়ারি থেকে পর্দা উঠবে অস্ট্রেলিয়ান ওপেনের। তার আগে বৃহস্পতিবার হয়ে গেল মৌসুমের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টের ড্র। অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষ ও মেয়েদের বিভাগে প্রত্যাশা মতোই শীর্ষ বাছাই হলেন নোভাক জোকোভিচ ও সিমোনা হ্যালেপ। বৃহস্পতিবার বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যাম টুর্নামেন্টের আয়োজকরা জানিয়ে দিলেন বাছাই তারকাদের নাম। গত বছরের দুই বিভাগের চ্যাম্পিয়নরা একটু পিছিয়ে গেলেন এবার। রজার ফেদেরার যেমন এবার তৃতীয় বাছাইয়ের মর্যাদা পেলেন। রাফায়েল নাদালকে রাখা হয়েছে দুই নম্বরে। গত বছরের শেষদিকে টেনিস কোর্টে ঝড় বইয়ে দিয়েছিলেন নোভাক জোকোভিচ। মৌসুমের শেষ দুই গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট উইম্বলডন ও ইউএস ওপেনের শিরোপা জেতেন তিনি। নতুন বছরেও কী সেই ছন্দ ধরে রাখতে পারবেন? টেনিসপ্রেমীদের অপেক্ষা এখন সেটাই দেখার। মহিলা এককে শীর্ষ বাছাই রোমানিয়ান তারকা সিমোনা হ্যালেপের পর বাছাই তালিকায় দুই ও তিন নম্বরে রাখা হয়েছে যথাক্রমে জার্মানির এ্যাঞ্জেলিক কারবার ও টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ক্যারোলিন ওজনিয়াকিকে। গত বছরে অস্ট্রেলিয়ান ওপেন জয়ের মধ্য দিয়েই ক্যারিয়ারের প্রথম মেজর শিরোপা নিজের শোকেসে তুলেছিলেন ওজনিয়াকি। হ্যালেপকে ফাইনালে হারিয়ে মেলবোর্ন পার্কে ট্রফি নিয়ে ভিক্টরি ল্যাপ দিয়েছিলেন ডেনমার্কের এই তারকা। তারপরও শীর্ষ দুই স্থানে জায়গা করে নিতে পারেননি তিনি। এদিকে, সেরেনা উইলিয়ামসকে এবার ষোড়শ বাছাইয়ের মর্যাদা দেয়া হয়েছে। দুই বছর আগে এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। সে বছরে অন্তঃসত্ত্বা অবস্থায় ট্রফি জিতে টেনিস দুনিয়াকে চমকে দিয়েছিলেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক এই নাম্বার ওয়ান।
×