ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে হামলা, ভাংচুর

প্রকাশিত: ০৫:৪১, ৮ জানুয়ারি ২০১৯

গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে হামলা, ভাংচুর

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ ব্যবসায়িক নিয়ন্ত্রণ ও আধিপত্য নিয়ে সোমবার গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের চটপটি হাউসে হামলা ও ভাংচুর করেছে প্রতিপক্ষের যুবকরা। এ সময় তার কফি হাউস তালাবদ্ধ করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। পার্কের গেটম্যান মোঃ সোহেল রানা, কফিশপের কর্মী আমিনুল ইসলাম ও চটপটি হাউসের কর্মী জনি জানান, গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে এসএম এন্টারপ্রাইজ নামের কফি হাউস ও চটপটি হাউস ইজারা নিয়ে বেশ কিছুদিন ধরে পরিচালনা করে আসছেন শ্রীপুর উপজেলা কৃষক লীগের সভাপতি কবির হোসেন। একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠানের পর গত কয়েকদিন ধরে ওই হাউসগুলোর ব্যবসায়িক নিয়ন্ত্রণ ও আধিপত্য নিয়ে স্থানীয় কয়েক যুবকের সঙ্গে বিরোধ দেখা দেয়। সোমবার বেলা ১১টার দিকে স্থানীয় জুয়েল, মাহফুজের নেতৃত্বে জহিরুল ও কামরুল পক্ষের ২০ যুবক লাঠিসোটা ও ১৫-১৬টি মোটরসাইকেল নিয়ে ভিআইপিদের ফটক দিয়ে জোর করে পার্কের ভেতরে ঢুকে। এ সময় বাধা দিলে যুবকদের সঙ্গে গেটম্যান মোঃ সোহেল রানার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তাদের ছবি উঠাতে গেলে যুবকরা সোহেলকে মারধর করে। তারা সোহেলের মোবাইল ছিনিয়ে নিয়ে মোবাইল থেকে ছবি মুছে তা ফেরত দেয়। পরে যুবকেরা কফি ও চটপটি হাউসে গিয়ে কয়েকটি চেয়ার ভাংচুর করে তালা আটকে দেয়। এ সময় চটপটি হাউসের কর্মী জনিকে তারা মারধর করে। পরে পার্ক কর্মকর্তাদের হস্তক্ষেপে যুবকরা চাবি ফেরত দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। সাফারি পার্কের ফরেস্ট বিট কর্মকর্তা মোঃ আঙ্গুর হোসেন জানান, যুবকেরা আকস্মিকভাবে পার্কে ঢুকে কিছু ঘটনা ঘটিয়ে আবার আকস্মিকভাবে চলে যায়। বর্তমানে কবির হোসেন ইজারা নিয়ে বৈধভাবে পার্কে ওই ব্যবসা পরিচালনা করছেন। কিন্তু প্রতিপক্ষরা তাদের ব্যবসা দখল বা নিয়ন্ত্রণ করতে চাচ্ছে বলে মনে হচ্ছে। এ বিষয়ে ট্যুরিস্ট পুলিশের ইন্সপেক্টর শরীফুল ইসলাম বলেন, স্থানীয় যুবকরা নিজেদের মধ্যে বাগবিত-া ও হাতাহাতি করার খবর পাওয়া গেছে। তবে ভাংচুর বা তালা আটকানোর বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি।
×