ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফরম পূরণের দাবিতে পটিয়া মুজাফরবাদ কলেজে ভাংচুর

প্রকাশিত: ০৫:২৩, ৮ জানুয়ারি ২০১৯

ফরম পূরণের দাবিতে পটিয়া মুজাফরবাদ কলেজে ভাংচুর

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ৭ জানুয়ারি ॥ এইচএসসির টেস্ট পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরা ফরম পূরণের দাবিতে চট্টগ্রামের পটিয়া মুজাফরাবাদ কলেজে ভাংচুর ও বিক্ষোভ করেছে। টেস্ট পরীক্ষায় অকৃতকার্য ছাত্ররা ফরম পূরণের দাবিতে সোমবার দুপুরে কলেজের আইসিটি ভবনের গ্লাস ভাংচুর করেছে। ওই সময় বিক্ষোভকারী শিক্ষার্থীরা শিক্ষকদের হুমকিও দেন। অবশ্যই ঘটনার খবর পেয়ে পটিয়া থানা পুলিশ দ্রুত ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে কাউকে গ্রেফতার করতে পারেনি। জানা গেছে, পটিয়া উপজেলার মুজাফরাবাদ কলেজে এইচএসসির টেস্ট পরীক্ষায় ২৫০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। তার মধ্যে ৬৮ জন পরীক্ষার্থী টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হলেও ১৮২ জন ছাত্র উত্তীর্ণ হতে পারেনি। অভিযোগ ওঠেছে, ওই কলেজে এইচএসসির টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হয়নি এমন অনেক শিক্ষার্থীকে ফরম পূরণের সুযোগ করে দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। যার কারণে অকৃতকার্য অন্য ছাত্ররা কলেজে বিক্ষোভ ও ভাংচুর করেন। মুজাফরাবাদ কলেজের অধ্যক্ষ আবু ছৈয়দ বলেন, অকৃতকার্য ছাত্ররা এইচএসসির ফরম পূরণের দাবিতে বিক্ষোভ ও পরবর্তীতে কলেজের আইসিটি ভবনের জানালার গ্লাস ভাংচুর করেছে। ব্যবসায়িক শিক্ষার জসিমুল বশর, শাহাদাত হোসেন, আবদুল মানিক বিক্ষোভ ও ভাংচুরে নেতৃত্ব দিয়েছে।
×