ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

সুইজারল্যান্ডের অব্যাহত সহযোগিতার আশ্বাস

প্রকাশিত: ০৮:১২, ৭ জানুয়ারি ২০১৯

 সুইজারল্যান্ডের অব্যাহত সহযোগিতার আশ্বাস

সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেন, হোলন্টেইন রবিবার বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে তার দেশের অব্যাহত অংশীদারিত্বের আশ্বাস দিয়েছেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনি আজ এখানে পররাষ্ট্র সচিব মোঃ শহীদুল হকের সঙ্গে সাক্ষাতকালে বলেন, ‘সুইজারল্যান্ড একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল লক্ষ্য করেছে এবং নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য সকল রাজনৈতিক দলের প্রশংসা করেছে।’ খবর বাসসর। রাষ্ট্রদূত বলেন, ‘সুইজারল্যান্ড বিশ্বাস করে যে, বাংলাদেশের নতুন সরকার যেসব গণতান্ত্রিক মূল্যবোধের ওপর নির্বাচিত হয়েছে তা সমুন্নত রাখবে এবং তারা মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার ওপর পূর্ণ শ্রদ্ধা গণতন্ত্রের দিকে এগিয়ে যাওয়ার জনপ্রত্যাশাকে সমর্থন জানাবে। রাষ্ট্রদূত নির্বাচনের আগে ও নির্বাচন চলাকালে সংঘটিত অপ্রয়োজনীয় দুর্ভোগ ও দুর্দশা সৃষ্টি করে এমন সহিংসতার নিন্দাও করেন।
×