ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশিত: ০৭:৩৩, ৬ জানুয়ারি ২০১৯

নারায়ণগঞ্জে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ নগরীতে শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ করেছে ক্রোনী গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান অবন্তি কালার লিমিটেড কারখানার শ্রমিকরা। শনিবার দুপুরে নগরীর নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সরকারের গেজেট মোতাবেক মজুরি না দেয়া, অবৈধ ছাঁটাই ও শ্রমিকদের ওপর নির্যাতনের প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশ করেন কারখানার দুই শতাধিক শ্রমিক। বিক্ষোভ সমাবেশে শ্রমিকরা অভিযোগ করেন, নবেম্বর মাসে ১ হাজার ৪৫ জন শ্রমিককে বিনা নোটিসে চাকরি থেকে অবৈধভাবে ছাঁটাই করে দেয়া হয়। এরপর ডিসেম্বর মাসে একইভাবে আরও দুইশ’ থেকে তিনশ’ জন শ্রমিককে ছাঁটাই করা হয়। ছাঁটাইয়ের পূর্বে বকেয়া বেতন পরিশোধের কথা থাকলেও মালিকপক্ষ তা না করে ছাঁটাই করলে শ্রমিকরা এর প্রতিবাদ জানায়। এতে মালিকপক্ষ শ্রমিকদের মারধর করে। এছাড়া কাজের চাপ দ্বিগুণ বাড়িয়ে দেয়া হলেও তাদের ওভারটাইম বাবদ অতিরিক্ত মজুরি দেয়া হয় না বলেও শ্রমিকরা অভিযোগ করেন। অবৈধভাবে ছাঁটাইকৃত শ্রমিকদের পুনরায় চাকরিতে নিয়োগ দেয়াসহ প্রাপ্য মজুরি পরিশোধের দাবি জানান তারা। শ্রমিকদের বিক্ষোভ কর্মসূচীর সঙ্গে সংহতি জানিয়ে সমাবেশে উপস্থিত ছিলেন- জেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী তরিকুল সুজন, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের কেন্দ্রীয় নেতা দুলাল সাহা, জেলা গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি শুভদেব ও সাধারণ সম্পাদক ইলিয়াস জামান প্রমুখ। সমাবেশ শেষে শ্রমিকরা বিক্ষোভ মিছিল বের করে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
×