ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সুবর্ণচরের ধর্ষকদের শাস্তি দাবিতে মহিলা দলের মানববন্ধন

প্রকাশিত: ০৭:০১, ৬ জানুয়ারি ২০১৯

সুবর্ণচরের ধর্ষকদের শাস্তি দাবিতে মহিলা দলের মানববন্ধন

স্টাফ রিপোর্টার ॥ নোয়াখালীর সুবর্ণচরের ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে বিএনপির অঙ্গ সংগঠন মহিলা দল। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মহিলা দল আয়োজিত এক মানববন্ধনে সংগঠনের নেতারা এ দাবি জানান। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান বলেন, সুবর্ণচরের ঘটনার নিন্দা জানানোর ভাষা জানা নেই। একের পর এক নারী ধর্ষণ, যৌন নির্যাতন ও শিশু নির্যাতনে নারী সমাজ আতঙ্কিত হয়ে পড়েছে। কিন্তু এর বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা না করে সরকার জোর করে গণতন্ত্রকে দাবিয়ে রেখে উল্লাস করছে। সেলিমা রহমান বলেন, অপরাধীদের কাছে আমাদের বিচার চাওয়ার কিছু নেই। কারণ আমরা দেখতে পাচ্ছি যারা অপরাধ করে তারা অপরাধীদের বিচার করে না। যারা আজকে বিনা ভোটে নির্বাচিত হয়েছেন, তাদের ভেতর অপরাধবোধ বলতে কিছু নেই। তারা সবাই অপরাধী। পুলিশ বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, আপনাদের মা-বোন আছে, আপনাদের বিবেক আছে, মানবতাবোধ আছে। সেই মানবতাবোধ থেকে আপনারা দেখবেন একজন সন্ত্রাসীও যেন পালাতে না পারে। সুবর্ণচরে এই নৃশংস ঘটনা যারা ঘটিয়েছে তাদের আপনারা আইনের আওতায় আনবেন। সেলিমা রহমান বলেন, আজকে আমরা এখানে শুধু একজন মায়ের ধর্ষণের বিচারের দাবিতে এসেছি। তাও তারা আমাদের এখানে দাঁড়াতে না করেছে। এ কোন দেশ, যে দেশে মানুষের কোন কথা বলার অধিকার নেই? এখানে মানুষের প্রতিবাদের অধিকার নেই? তাই সবাইকে বলতে চাই, আপনারা ঐক্যবদ্ধ হোন। আমাদের মা বোনরা যেন শান্তিতে বেঁচে থাকতে পারে সেই সুযোগ করে দিন। সাংবাদিকদের উদ্দেশে সেলিমা রহমান বলেন, আপনারা দেখছেন বর্তমান দেশের অবস্থা। ভোট জালিয়াতি করে নতুন সরকার আসল। এ সরকার ক্ষমতা গ্রহণ করতে না করতেই তারা পৈশাচিক কর্মকা- শুরু করে দিল। মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেন, আমরা এখানে শুধু প্রতিবাদ করার জন্য এসেছিলাম। কিন্তু এই সরকারের প্রশাসন আমাদের দাঁড়ানোর সুযোগ দিতে চায়নি। সুবর্ণচরে যে নৃশংস গণধর্ষণের ঘটনা ঘটল তার প্রতিবাদের জন্য আমরা এখানে দাঁড়িয়েছিলাম। ধানের শীষে ভোট দিয়ে মহাপাপ করেছে বলে একজন মহিলাকে ধর্ষণ করা হয়েছে।
×