ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বি-বাড়িয়ায় মাইক্রো চাপায় সাবেক শিক্ষক নিহত

প্রকাশিত: ০৪:১৬, ৫ জানুয়ারি ২০১৯

 বি-বাড়িয়ায় মাইক্রো চাপায় সাবেক শিক্ষক নিহত

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ কুমিল্লা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাইক্রোবাস চাপায় জহিরুল হক ভূঁইয়া (৭০) নামের এক অবসরপ্রাপ্ত শিক্ষক নিহত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার তিনলাখ পীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জহিরুল হক উপজেলার সৈয়দাবাদ এলাকার আবদুল আজিজ ভূঁইয়ার ছেলে এবং স্থানীয় বাদৈর উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা থেকে অবসর নিয়েছেন এক বছর আগে। প্রত্যক্ষদর্শীরা জানায়, জহিরুল হক তিনলাখ পীর বাসস্টপ মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় কুমিল্লা থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি মাইক্রোবাস পেছন থেকে জহিরুল হককে চাপা দেয়। এতে গুরুতর আহত হলে আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে আসার পথে তিনি মারা যান। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মালেক জানান, ঘাতক মাইক্রোবাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। আশুলিয়ায় তরুণীসহ দুই নিজস্ব সংবাদদাতা সাভার থেকে জানান, আশুলিয়ায় একটি বালু বোঝাই ট্রাক চাপায় দুই জন নিহত ও ৩ জন আহত হয়েছে। শুক্রবার সকালে আশুলিয়া থানাধীন ডিইপিজেড সড়কের ইটখোলায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, এদিন সকাল সাড়ে ছয়টার দিকে দ্রুতগতির বালু বোঝাই ট্রাকটি আশুলিয়া থেকে বাইপাইলের দিকে যাচ্ছিল। ট্রাকটি ইটখোলায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি রিক্সা ও পথচারীদের চাপা দেয়। ঘটনাস্থলেই রিক্সাচালকসহ মৌসুমী আক্তার (২২) নামে এক তরুণী নিহত ও ৩ জন আহত হয়। আহতরা হলেন ফরহাদ আলী (২৫), জাহের আলী (৬০) ও চান্দু বিবি (৬৫)। আহতদের চিকিৎসার জন্য রাজধানীর জাতীয় অর্থপেডিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশুলিয়া থানার এসআই আব্দুস সালাম বলেন, ঘাতক ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে যায়। নিহতদের মৃতদেহ মর্গে প্রেরণ করা হয়েছে।
×