ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্যবাসায়িক দ্বন্দ্ব ॥ ভাতিজাকে কুপিয়ে হত্যার চেষ্টা করেন ইউপি চেয়ারম্যান চাচা

প্রকাশিত: ০৪:১৬, ৫ জানুয়ারি ২০১৯

 ব্যবাসায়িক দ্বন্দ্ব ॥ ভাতিজাকে  কুপিয়ে হত্যার চেষ্টা করেন ইউপি চেয়ারম্যান চাচা

সংবাদদাতা, বদরগঞ্জ, রংপুর, ৪ জানুয়ারি ॥ বদরগঞ্জে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে কালুপাড়া ইউপি চেয়ারম্যান শহিদুল হক মানিক ভাতিজা গোলাম হোসেন সবুজকে কুপিয়ে হত্যার চেষ্টা করে। এ ঘটনায় আহতের বাবা মোত্তালেব সরকার দুদু বাদী হয়ে বদরগঞ্জ থানায় ছোটভাই ইউপি চেয়ারম্যানসহ ১১জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। ওসি আনিছুর রহমান বলেছেন, তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বদরগঞ্জ রেলস্টেশন সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, মোটরবাইকের এজেন্সি নেয়াকে কেন্দ্র করে ভাতিজা গোলাম হোসেন সবুজের সঙ্গে কিছুদিন ধরে দ্বন্দ্ব চলছে চেয়ারম্যান চাচা শহিদুল হক মানিকের। এর আগে মানিক চেয়ারম্যানের হাতে সবুজের বড়ভাই সোহাগ আহত হন। এ কারণে বাবা মোত্তালেব সরকার বাদী হয়ে বদরগঞ্জ থানায় ২৭ অক্টোবর একটি মামলা দায়ের করেন (যার নং-২৩), যা পুলিশের তদন্তাধীন রয়েছে। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় বদরগঞ্জ রেলস্টেশন সংলগ্নস্থানে সবুজকে বেধড়ক পিটুনিসহ ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে আহত করা হয়। ছেলের চিৎকারে বাবা মোত্তালেব সরকার এগিয়ে এলে তাকেও কুপিয়ে আহত করা হয়। এলাকার লোকজন বাপ-ছেলেকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু তাদের শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় শুক্রবার মোত্তালেব সরকার বাদী হয়ে ছোটভাই ইউপি চেয়ারম্যান মানিকসহ ১১জনের বিরুদ্ধে বদরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।
×