ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

উচ্ছেদ করতে বোনের ২ শতাধিক গাছ কর্তন

প্রকাশিত: ০৪:১১, ৫ জানুয়ারি ২০১৯

 উচ্ছেদ করতে বোনের ২ শতাধিক গাছ কর্তন

সংবাদদাতা, পাথরঘাটা, বরগুনা, ৪ জানুয়রি ॥ পাথরঘাটায় বোনকে বাড়ি থেকে উচ্ছেদ করার জন্য বোনের নিজ হাতে রোপণকৃত রেন্টি, চাম্বলসহ বিভিন্ন প্রজাতির ২ শতাধিক দেশীয় গাছ কেটে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি করেছে তার ভাই হারুন আকন এমন অভিযোগ করেছেন ফাহিমা বেগম। ঘটনাস্থল পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড চরপদ্মা গ্রামের জালাল মাতুব্বরের স্ত্রী ফাহিমা বেগমের বাড়িতে গিয়ে দেখা গেছে, ফাহিমা বেগমের রোপণকৃত ২ শতাধিক বিভিন্ন জাতের দেশীয় গাছ কাটা রয়েছে। ফাহিমা বেগম ও তার সন্তানদের কান্নায় এলাকার বাতাসভারি হয়ে আছে। ফাহিমা বেগমের আকুতির জবাব যেন কারও কাছে নাই। তার কথা একটাই আমি তিন বেলার পরিবর্তে একবেলা খেয়ে এবং না খেয়ে এই গাছগুলো রোপণ করেছিলাম, গাছের বাগানটি নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল। কোন একদিন আমি লাখ লাখ টাকার মালিক হব, আমার কোন আভাব থাকবে না। কেন আমার ভাই ও ভাতিজা মিলে আমার গাছগুলো কেটে ফেল্ল? আমার স্বপ্ন ভেঙ্গে দিল। আমি এখন কোথায় যাব কার কাছে যাব, আমার ভাই আমাকে পথের ভিক্ষারী বানাল। ফাহিমা বলেন, আমাকে বাড়ি ছাড়া কারার জন্য আমার ভাই হারুন ও ভাতিজা একাধিকবার আমাকে পিটিয়ে মাথা ফাটিয়েছে আমার হাতের আঙ্গুল ভেঙ্গে ফেলছে। তাতেও কোন কাজ না হওয়ায় আমার রোপণকৃত প্রায় ২ শতাধিক গাছ কেটে আমার বাড়ি চটে ফেলছে, আমি এর বিচার চাই। প্রতক্ষদর্শী হারুন আকনের ভাই নুরহোসেন আকন, নুর আলম আকম এবং প্রতিবেশী হানিফ ঘরামী, কালু মাতুব্বর, মকবুল ফকিরসহ একাধিক ব্যক্তি বলেন হারুন আকন উশ্রীঙ্খল ও প্রতাপশালী হওয়ায় আমরা তাকে কিছু বলতে পারছি না। ফাহিমার একমাত্র সম্বল ছিল একটি গাছের বাগান তাও তার ভাই ও ভাতিজা মিলে কেটে ফেলছে।
×