ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

২০১৮ সালে বাংলাদেশের অন্যান্য খেলাধুলার চালচিত্র

ভারোত্তোলনে মাবিয়া আক্তার সীমান্তর চমক

প্রকাশিত: ০৭:৩০, ৪ জানুয়ারি ২০১৯

ভারোত্তোলনে মাবিয়া আক্তার সীমান্তর চমক

রুমেল খান ॥ ক্রিকেট ও ফুটবলে সাফল্যের বাইরে ২০১৮ সালে বাংলাদেশের অন্যান্য খেলাধুলার চালচিত্র কেমন ছিল, সেটা একবার খতিয়ে দেখা যাক। ধারাবাহিকভাবে এর আগে প্রকাশিত হয়েছে ফুটবল, ক্রিকেট, সাঁতার ও এ্যাথলেটিক্স। আজ শেষ পর্বে থাকছে আরও ১২টি খেলার আদ্যোপান্ত। ভারোত্তোলন ॥ ডিসেম্বরে মিসরে কায়রোতে অনুষ্ঠিত সলিডারিটি ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে ৭১ কেজি ওজন শ্রেণীতে রৌপ্যপদক জেতেন বাংলাদেশের মাবিয়া আক্তার সীমান্ত। বছরের শেষদিকে এসে দেশের সম্ভাবনাময় খেলা ভারোত্তোলনে কলঙ্ক লেপন করেন ফেডারেশনের অফিস সহকারী সোহাগ আলী। তার বিরুদ্ধে অভিযোগ ওঠে একজন নারী ভারোত্তোলককে যৌন নির্যাতন করার। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ভবনেই সোহাগ ঘটায় এই যৌন কেলেঙ্কারি। নির্যাতিত ওই নারী ভারোত্তোলক মানসিক ভারসাম্য হারিয়ে এখনও হাসপাতালে ভর্তি। এ নিয়ে থানায় মামলা হয়েছে। দেশের খেলাধুলার অভিভাবক সংস্থা এনএসসি ও ভারোত্তোলন ফেডারেশন আলাদা আলাদা তদন্ত কমিটি গঠন করলেও এখনও প্রতিবেদন দেয়নি। ফলে ঘটনার কোন সুরাহাও হয়নি। প্রকৃত অপরাধীকে খুঁজে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে ক্রীড়াঙ্গনের নারীরা রাস্তায় মানববন্ধনও করেছেন। তায়কোয়ানদো ॥ জানুয়ারিতে বাংলাদেশ কাপ তায়কোয়নদো প্রতিযোগিতায় পুরুষ বিভাগে বসুন্ধরা গ্রুপ এবং মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয় অগ্রণী ব্যাংক। জানুয়ারিতে বাংলাদেশ কাপ তায়কোয়নদো প্রতিযোগিতায় ৬০ কেজি ওজন শ্রেণীর উন্মুক্ত বিভাগে স্বর্ণ জিতে ফজলুল করিম চৌধুরী (জাহাঙ্গীর) বাংলাদেশের তায়কোয়ান্দোর ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে ব্ল্যাক বেল্ট পাবার অনন্য রেকর্ড গড়েন। জুলাইয়ে নেপালে অনুষ্ঠিত সাউথ এশিয়ান তায়কোয়ানদো প্রতিযোগিতায় দুটি রৌপ্য ও ২টি তাম্রপদক জেতে বাংলাদেশ আইটিএফ তায়কোয়ানদো দল। সেপ্টেম্বরে কানাডায় অনুষ্ঠিত উন্মুক্ত আন্তর্জাতিক তায়কোয়ানদো চ্যাম্পিয়নশিপে (কানাডা ওপেন) স্বর্ণপদক জেতে বাংলাদেশ তায়কোয়ানদো দল (পুরুষ সিনিয়র বিভাগে, অনুর্ধ-৩০, পুমসে দলগত ইভেন্টে)। বাংলাদেশ দলের হয়ে এই ইভেন্টে অংশ নেন ইমতিয়াজ ইবনে আলী, আব্দুল্লাহ আল নোমান ও আশিকুর রহমান হৃদয়। ডিসেম্বরে ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক তায়কোয়ানদো চ্যাম্পিয়নশিপে তিনটি স্বর্ণ ও দু’টি রূপা জেতে বাংলাদেশ তায়কোয়ানদো দল। শূটিং ॥ এপ্রিলে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমসে শূটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্যপদক জেতেন বাংলাদেশের আব্দুল্লাহ হেল বাকী। পিস্তল ইভেন্ট থেকে (৫০ মিটার) রৌপ্যপদক জেতেন শাকিল আহমেদ। বডিবিল্ডিং ॥ জুলাইয়ে সিঙ্গাপুরে অনুষ্ঠিত ‘মিস্টার ইউনিভার্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ’-এ অংশ নিয়ে বিচ মডেল ম্যানস্ ফিজিক ক্যাটাগরিতে ১৬ জনের মধ্যে ষষ্ঠ স্থান অধিকার করেন বাংলাদেশের হাসিব হলি। উল্লেখ্য, বিজয়ীদের নাম ঘোষণার সময় বিচারকরা সেরা ছয়জনকেই মঞ্চে ডেকে নেন, তবে পুরস্কৃত করেন প্রথম তিনজনকে। ফলে হলির এই অর্জন বেশ এবং কৃতিত্বপূর্ণ ছিল। নবেম্বরে নেপালে অনুষ্ঠিত সাউথ এশিয়ান বডিবিল্ডিং এ্যান্ড ফিটনেস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ শরীর গঠন দল ২ স্বর্ণ, ৩ রৌপ্য এবং ২ তাম্রপদক অর্জন করে। মেনস বডিবিল্ডিং ডিভিশনে সুমন চন্দ্র দাস স্বর্ণ, রিয়াজউদ্দিন এবং আল-আমিন শরীফ রৌপ্য এবং আবু সাঈদ মোল্লা ও মিতু চোকদার তাম্রপদক অর্জন করেন। মেনস ফিজিক ডিভিশনে ইমরানুল হক স্বর্ণ এবং আরিফ চৌধুরী অপু রৌপ্যপদক লাভ করেন। জিমন্যাস্টিক্স ॥ জুনে সিঙ্গাপুরে অনুষ্ঠিত সিঙ্গাপুর ওপেন জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপে বয়সভিত্তিক ১২ থেকে ১৪ বছর ছেলেদের ভল্টিং টেবিল ইভেন্টে বাংলাদেশের জিমন্যাস্ট উহাইমং মারমা তৃতীয় হয়ে তাম্রপদক লাভ করে। থ্রো বল ॥ জুলাইয়ে ঢাকায় অনুষ্ঠিত তিন জাতি ‘ট্রাই-নেশন আন্তর্জাতিক থ্রোবল টুর্নামেন্ট’-এ পুরুষ ও নারী উভয় বিভাগে রানার্সআপ হয় স্বাগতিক বাংলাদেশ। উশু ॥ জুলাইয়ে জাতীয় মহিলা উশু চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ আনসার ১৪ স্বর্ণ, ৬ রৌপ্য ও ৪ তাম্রপদক পেয়ে চ্যাম্পিয়ন হয়। ভভিনাম ॥ জুলাইয়ে ঢাকায় অনুষ্ঠিত সাউথ এশিয়ান ভভিনাম চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয় স্বাগতিক বাংলাদেশ। ১৮ স্বর্ণ, ১৬ রৌপ্য এবং ৬ তাম্রপদক লাভ করে তারা। সাইক্লিং ॥ সেপ্টেম্বরে ট্র্যাক এশিয়া কাপ সাইক্লিংয়ে দুটি তাম্রপদক জেতে বাংলাদেশ। ভারতের দিল্লীতে অনুষ্ঠিত টুর্নামেন্টের দলগত স্প্রিন্ট ও চার কিলোমিটার দলগত পারস্যুটে পদক দুটি জেতেন রিপন কুমার বিশ্বাস, একরামুল ইসলাম ও মোকতাদুল হাসান। টেনিস ॥ সেপ্টেম্বরে বাংলাদেশের এক নম্বর টেনিস তারকা আফরানা ইসলাম প্রীতি চীনে যান গুয়াংডংয়ে অবস্থিত একটি টেনিস একাডেমির কোচ হিসেবে। চুক্তি আপাতত এক বছরের। মাত্র ১৮ বছর বয়সী এই সুর্দশনা বিদেশের মাটিতে প্রথম মহিলা বাংলাদেশী টেনিস কোচ হিসেবে কাজ করার নজির স্থাপন করেন। ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান অনুর্ধ-১৪ সিরিজ টেনিস প্রতিযোগিতায় বাংলাদেশ বালক একক, বালক দ্বৈত ও বালিকা দ্বৈতে শিরোপা জয় করে। বাস্কেটবল ॥ নবেম্বরে ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস প্রিমিয়ার ডিভিশন বাস্কেটবল লীগে অপরাজিত চ্যাম্পিয়ন হয় হরনেটস্ এসসি। সমাপনী খেলায় রেঞ্জার্সকে হারায়। এটা হরনেটস্রে প্রথম শিরোপা। কারাতে ॥ ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্ঠেয় কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপে ভ্যাটার্ন কাতা (+৩৫ বছর) বিভাগে রৌপ্যপদক জেতেন বাংলাদেশের সৈয়দ নুরুজ্জামান সিনথিয়া। একই মাসে ইন্দোনেশিয়ার জাকার্তার গোর পককি স্পোর্টস হলে এশিয়ান গোজোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হাফসাদ ইসলাম +৮৪ কেজি ওজন শ্রেণীতে রৌপ্যপদক এবং ডেভিড গোমেজ ভেটেরান ক্যাটাগরিতে তাম্রপদক অর্জন করেন।
×