ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ট্রেনের ছাদ থেকে ফেলে যুবককে হত্যা করল ছিনতাইকারীরা

প্রকাশিত: ০৭:০৪, ৪ জানুয়ারি ২০১৯

 ট্রেনের ছাদ থেকে ফেলে  যুবককে হত্যা করল  ছিনতাইকারীরা

নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও, ময়মনসিংহ, ৩ জানুয়ারি ॥ উপজেলায় মুকুল (৩০) নামে এক শ্রমিককে চলন্ত ট্রেনের ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করেছে চিহ্নিত ছিনতাইকারী দল। এ ঘটনায় আরও ৪/৫ জন যাত্রী আহত হন। মুকুল গাইবান্ধা সদর উপজেলার ওজুতদরনিবাড়ি আদর্শগ্রামের রেজাউর মিয়ার ছেলে। তিনি শ্রীপুর উপজেলার সাতখামাইর এলাকায় রাজমিস্ত্রির কাজ করতেন। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে গফরগাঁও রেল স্টেশন থেকে দুই কিলোমিটার দূরে উপজেলার বাসুটিয়া গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার শিকার ভুক্তভোগী যাত্রী, মুকুলের সঙ্গে থাকা যাত্রী ও গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, মুকুল ও তার দুই সাথী শ্রমিক বুধবার ভোরে গাইবান্ধায় নিজ বাড়ি যাওয়ার উদ্দেশে বলাকা ট্রেনযোগে সাতখামাইর থেকে কাওরাইদ স্টেশনে আসে। কাওরাইদ স্টেশনে নেমে দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের টিকেট কেটে অতিরিক্ত ভিড়ের কারণে ট্রেনের ছাদে উঠে। ট্রেনটি মশাখালী স্টেশন ছাড়ার পরপরই ৭/৮ জনের একদল ছিনতাইকারী ট্রেনের ছাদে ভ্রমণরত যাত্রীদের পিস্তল, ছুরি, চাকুর মুখে জিম্মি করে সর্বস্ব ছিনিয়ে নেয়। এ সময় যাত্রীরা বাধা দিতে চাইলে পিস্তলের বাঁট দিয়ে আঘাত করে ও কিল, ঘুষি মেরে আহত করে। মুকুল তার সঙ্গে টাকা টাকা-পয়সা দিতে অস্বীকার করলে মুকুলের গলায় ছুরি ধরে, গলা টিপে তাকে খুন করতে চায় ছিনতাইকারী দল। ধস্তাধস্তির এক পর্যায়ে মুকুলের টাকা পয়সা ছিনিয়ে নিয়ে তাকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা। ৫/৬ মিনিট পর ট্রেনটি গফরগাঁও পৌঁছলে ছিনতাইকারী দল নির্বিঘ্নে ট্রেন থেকে নেমে চলে যায়। মুকুলের সঙ্গে থাকা যাত্রীরা ট্রেন থেকে নেমে বাসুটিয়া এলাকা থেকে তাকে উদ্ধার করে গফরগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে ডাক্তার মৃত ঘোষণা করেন। মুকুলের সহযাত্রী গাইবান্দার আদর্শগ্রাম এলাকার রাজমিস্ত্রি ফিরোজ কবীর (১৭) জানায়, ছিনতাইকারী দলে ৭/৮ জন ছিল। মশাখালী স্টেশন থেকে এরা ছাদে উঠে। মশাখালী থেকে ট্রেন ছাড়ার পরপরই এরা ছিনতাই শুরু করে।
×