ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

অচলাবস্থা নিয়েই যাত্রা শুরু কংগ্রেসের

প্রকাশিত: ০৬:৫৬, ৪ জানুয়ারি ২০১৯

 অচলাবস্থা নিয়েই যাত্রা শুরু কংগ্রেসের

মার্কিন প্রতিনিধি পরিষদের নেতা ন্যান্সি পেলোসির নেতৃত্বে কংগ্রেসে সদস্যদের একটি দল বুধবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে আলোচনা করে শাট ডাউন ইস্যুতে কোন সমাধানে পৌঁছাতে পারেননি। শাট ডাউন বা সরকারী কাজকর্মের আংশিক অচলাবস্থা এদিন প্রায় দু’সপ্তাহের কাছে পৌঁছায়। ধারণা করা হচ্ছে এটি প্রলম্বিত হতে পারে। এই অচলাবস্থার মধ্য দিয়েই বৃহস্পতিবার ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদের দায়িত্ব গ্রহণ করে। সিএনএন ও সিএনবিসি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেস সদস্যদের একটি দলকে বলেছেন, পুনরায় সরকার চালু করতে তিনি ডেমোক্র্যাটদের প্রস্তাব গ্রহণ করতে পারবেন না। কারণ তিনি যদি সেটা করেন তাহলে তিনি সবার সামনে বোকা বনে যাবেন। মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের তহবিল বরাদ্দ নিয়ে ট্রাম্প ও কংগ্রেস সদস্যদের মধ্যে আলোচনার সময় তিনি এ মন্তব্য করেন বলে আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি জানিয়েছেন। সরকারের আংশিক শাট ডাউন চলার মধ্যেই ট্রাম্প বুধবার কংগ্রেসের ডেমোক্র্যাাট ও রিপাবলিকান উভয় দলের একটি গ্রুপের সঙ্গে বৈঠক করেন। এ বৈঠকে সীমান্ত দেয়ালের জন্য তহবিল নিয়ে ট্রাম্প ও ডেমোক্র্যাট সদস্যদের মধ্যে মতভেদ দেখা দেয়। ডেমোক্র্যাটরা মূলত সীমান্ত নিরাপত্তা জোরদারের জন্য অর্থ বরাদ্দ দিতে চায়। কিন্তু ট্রাম্পের মূল লক্ষ্য হচ্ছে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ। সিনেটে সংখ্যালঘু নেতা চাক শুমার বলেছেন, তিনি ট্রাম্পকে জিজ্ঞাসা করেছেন পার্থক্য কমিয়ে আনতে যখন দুই পক্ষ কাজ করছে তখন কেন সরকার পুনরায় চালু হতে পারবে না। তিনি বলেন, ‘আমি তাকে সরাসরি জিজ্ঞাসা করেছিলাম, তবে তিনি কোন সদুত্তর দিতে পারেননি।’ ডেমোক্র্যাটরা সরকারকে অর্থ বরাদ্দ দিতে একটি বিল পাস করার বিষয়ে ট্রাম্পকে তাদের পরিকল্পনার কথা জানান। এর মধ্যে জাতীয় নিরপাত্তার খাতও অন্তর্ভুক্ত করা হয়। এরপর শুমার ট্রাম্পকে বারবার জিজ্ঞাসা করেন তিনি কেন এই পদক্ষেপের বিরোধিতা করছেন। শুমার তৃতীয় বারের মতো ট্রাম্পকে এই প্রস্তাব গ্রহণ না করার একটি কারণ দেখাতে বললে ট্রাম্প বলেন, আমি এই প্রস্তাব গ্রহণ করলে আমি বোক বনে যাব।
×