ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

মন্ত্রিসভায় দুই মন্ত্রী দাবি রাজশাহীবাসীর

প্রকাশিত: ০৬:০৩, ৩ জানুয়ারি ২০১৯

মন্ত্রিসভায় দুই মন্ত্রী দাবি রাজশাহীবাসীর

মামুন-অর-রশিদ, রাজশাহী ॥ আওয়ামী লীগ সরকারের গত দুই টার্মে পূর্ণাঙ্গ মন্ত্রী পায়নি রাজশাহী। কেবল নবম সংসদের শেষ দিকে রাজশাহী থেকে শিল্প প্রতিমন্ত্রী হয়েছিলেন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। আর দশম সংসদের পুরো সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন রাজশাহী-৬ আসনের এমপি শাহরিয়ার আলম। এবারও বিপুল ভোটের ব্যবধানে তারা নির্বাচিত হয়েছেন। এছাড়া রাজশাহীর সবকটি আসনেই আওয়ামী লীগের প্রার্থীরা জয় পেয়েছেন বিপুল ভোটের ব্যবধানে। রাজশাহীর ৬টি আসনের মধ্যে চারজনই এবার জয়ী হয়েছেন তৃতীয়বারের মতো। তাই এবার শুরু থেকেই রাজশাহীবাসীর দাবি উঠেছে নতুন মন্ত্রিসভায় একজন পূর্ণাঙ্গ ও অন্তত একজন প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়ার। ইতোমধ্যে শপথ গ্রহণের জন্য রাজশাহী থেকে নির্বাচিত এমপিরাও ঢাকায় গেছেন। তারা মন্ত্রিসভায় ঠাঁই পাওয়ার আশায় উচ্চ পর্যায়ে যোগাযোগও শুরু করেছেন। রাজশাহীবাসীও ভাবছেন এবার মন্ত্রিসভায় অন্তত রাজশাহীর দুইজন এমপি ঠাঁই পাবেন। এরইমধ্যে রাজশাহীর কে থাকছেন নতুন মন্ত্রিসভায়। এ নিয়ে রাজশাহীর রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন শুরু হয়েছে। নতুন মন্ত্রিসভায় রাজশাহীর অন্তত একজন থাকছেন এমনটা আশা করছেন রাজশাহীর সুধিজনরা। রাজশাহীর ছয়টি আসনেই বিশাল ব্যবধানে এমপি নির্বাচিত হন নৌকার প্রার্থীরা। এর মধ্যে আওয়ামী লীগের পাঁচজন ও ওয়ার্কার্স পার্টির একজন। এদের মধ্যে রাজশাহী-১ আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী, রাজশাহী-২ আসনে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, রাজশাহী-৩ আসনে আয়েন উদ্দিন, রাজশাহী-৪ আসনে বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রকৌশলী এনামুল হক, রাজশাহী-৫ আসনে ডাঃ মনসুর রহমান ও রাজশাহী-৬ আসনে শাহরিয়ার আলম এমপি। রাজশাহীর বিশিষ্টজনরা বলছেন, এক সময়ে বিএনপি জামায়াতের ঘাঁটি হিসেবে পরিচিত ছিল রাজশাহী। সে ঘাঁটি ভেঙে তছনছ করে গত তিন টার্ম থেকে আওয়ামী লীগের দখলে চলে এসেছে। রাজশাহীর যে ৬ জন এমপি হয়েছেন তারা সবাই যোগ্য। তাদের মধ্যে থেকে এবার অন্তত দুইজনকে মন্ত্রিসভায় নেয়ার দাবি অমূলক নয়। রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বলেন, রাজশাহীতে এবার অন্তত দু’জনকে মন্ত্রিসভায় ঠাঁই দেয়ার দাবি উঠেছে। এদের মধ্যে একজনকে পূর্ণাঙ্গ ও অন্তত একজনকে প্রতিমন্ত্রী করার দাবি রয়েছে। তিনি বলেন, অপেক্ষাকৃত অবহেলিত রাজশাহী এখন অনেকটা অগ্রসর। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য-সব ক্ষেত্রেই এগিয়েছে উত্তরের এ জনপদ। এবারের মন্ত্রিসভায় রাজশাহী থেকে কেউ মন্ত্রী হলে রাজশাহীর উন্নয়ন অগ্রযাত্রা আরও ত্বরান্বিত হবে।
×