ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

ফতুল্লায় ককটেল বিস্ফোরণে তিন শিশু দগ্ধ

প্রকাশিত: ০৪:০৩, ৩ জানুয়ারি ২০১৯

ফতুল্লায় ককটেল বিস্ফোরণে তিন শিশু দগ্ধ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম রসুলপুর এলাকায় ময়লার স্তূপ থেকে কুড়িয়ে পাওয়া বলসদৃশ বস্তু মনে করে খেলতে গিয়ে ককটেল বিস্ফোরণে তিন শিশু দগ্ধ হয়েছে। গুরুতর অবস্থায় তিন শিশুকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দগ্ধ শিশুরা হলো পশ্চিম রসুলপুরের আব্দুল মান্নানের ভাড়াটিয়া টিটু মিয়ার দুই ছেলে আসিফ (৫) ও আরিফ (৩) ও একই বাড়ির ভাড়াটিয়া রোলিং মিলের নিরাপত্তা প্রহরী আবুল হোসেনের মেয়ে আঁখি (১২)। জানা গেছে, বুধবার সকাল ১০টায় পশ্চিম রসুলপুর এলাকায় আব্দুল মান্নানের বাড়ির পাশে একটি ময়লার স্তূপ থেকে ক্রিকেট খেলার বলের মতো দেখতে চারটি বস্তু (ককটেল) কুড়িয়ে নিয়ে আসে তার বাড়ির ভাড়াটিয়ার তিন শিশু। তারা ঘরের ভেতরে বলসদৃশ বস্তু নিয়ে খেলার সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ওই তিন শিশু গুরুতর আহত হয়। গফরগাঁওয়ে অগ্নিকাণ্ড নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও, ময়মনসিংহ, ২ জানুয়ারি ॥ গফরগাঁও উপজেলার পোড়াবাড়িয়া গ্রামে এক আওয়ামী লীগ নেতার বাড়িতে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্তদের ধারণা পরিকল্পিতভাবে ওই বাড়িতে আগুন লাগিয়ে দেয়। জানা গেছে, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার পোড়াবাড়িয়া গ্রামের হাবু ফরাজির বাড়িতে বসত ঘরে অগ্নিকা-ের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে হাবু ফরাজির রান্না ঘর ও তার ছেলে স্বপন ফরাজির মাটির দেওয়ালের বসত ঘরের আসবাবপত্র, টিনের চালা পুড়ে যায়। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
×