ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

নতুন বছরে সনির গেমিং প্লে স্টেশন উন্মোচন

প্রকাশিত: ০৪:২২, ১ জানুয়ারি ২০১৯

নতুন বছরে সনির গেমিং প্লে স্টেশন উন্মোচন

২০১৯ সালে নতুন গেমিং কনসোল প্লে স্টেশন ৫ উন্মোচন করতে পারে সনি। ধারণা করা হচ্ছে, এরই মধ্যে ফাঁস হয়েছে ডিভাইসটির মূল ফিচার। গেমিং খাতের বিশ্লেষক মাইকেল প্যাচার মনে করেন, ২০১৯ সালে নতুন কনসোল আনবে মাইক্রোসফট এবং সনি উভয় প্রতিষ্ঠানই। কিন্তু এটি এক্সবক্স টু বা প্লে স্টেশন ৫ হবে না। প্যাচার বলেন, আমি মনে করি একটি স্ট্রিমিং ডিভাইস আনা হবে, ১০০ মার্কিন ডলারের একটি এক্সবক্স কনসোলের মতো যাতে ৪কে বা সেকেন্ডে ২৪০ ফ্রেম সমর্থন থাকবে না। তারপর ৪০০ মার্কিন ডলারের একটি দামী কনসোল আনা হতে পারে যাতে ৪ কে, সেকেন্ডে ২৪০ ফ্রেম এবং ভার্চুয়াল রিয়ালিটি সমর্থন থাকবে। শেষে প্লে স্টেশন ৫ নিয়েও আশার কথা জানিয়েছেন প্যাচার। তার ধারণা, নতুন এই কনসোলটিতে ‘দারুণ কিছু ফিচার’ যোগ হবে। প্যাচার বলেন, যখনই সনি ডিভাইসটি আনবে, এতে ৪কে এবং সেকেন্ডে ২৪০ ফ্রেম আনা হবে যা প্লে স্টেশন ভিআর সমর্থন করবে। -অর্থনৈতিক রিপোর্টার
×