ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কলাপাড়ায় উন্নয়নের জোয়ারের ঝাপটায় ধানের শীষ হলো চিটা

প্রকাশিত: ০৪:০১, ১ জানুয়ারি ২০১৯

কলাপাড়ায় উন্নয়নের জোয়ারের ঝাপটায় ধানের শীষ হলো চিটা

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৩১ ডিসেম্বর ॥ উন্নয়ন জোয়ারে নৌকা ভাসল। আর জোয়ারের ঝাপটায় চিটা হয়ে গেল ধানের শীষ। ২০১৮ সালের শেষক্ষণে দক্ষিণ জনপদের বিস্ময়কর উন্নয়নের রূপকার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উন্নয়ন দর্শনে মানুষ প্রতিদান দিতে ভোলেন নি। নৌকার প্রার্থী অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিবকে বিপুল ব্যবধানে জয়ী করলেন। আওয়ামী লীগের দুর্গে হানা তো দূরের কথা ধারে-কাছেই ভিড়তে পারেনি বিএনপির প্রার্থী এবিএম মোশাররফ হোসেন। উল্টো গুজব রয়েছে তার নির্বাচনী প্রচার থেকে সকল কৌশল নিয়ে। এখন শুধু বিস্ময়কর উন্নয়ন পায়রা বন্দর ফোর লেন সড়ক চালু করা। পায়রা বিদ্যুতকেন্দ্রের উৎপাদন। বিকল্প সড়কে কুয়াকাটা যাওয়ার একমাত্র সৈয়দ নজরুল ইসলাম সেতুর কাজ শেষ করা। শের-ই-বাংলা নৌঘাঁটির নির্মাণ কাজ শুরুর দৃশ্য দেখার। ঘটনাবহুল ভিআইপি আসন পটুয়াখালী-৪ সাগরপারের জনপদ কলাপাড়া-রাঙ্গাবালী উপজেলা ছাড়াও কুয়াকাটার বিস্ময়কর উন্নয়নের প্রতিদান দিলেন মানুষ ভোট বিপ্লবের মধ্য দিয়ে। ভোটের পরের দিনটি কুয়াকাটায় ২০১৮ সালকে বিদায় জানাতেও কিছু পর্যটক দর্শনার্থী জড়ো হয়েছেন। আবার থার্টি ফাস্ট নাইট উদযাপনের প্রস্তুতিও নিচ্ছেন কিছু পর্যটক-দর্শনার্থী। তবে প্রশাসনের নির্দেশনায় অনাড়ম্বরভাবেই বিদায় ও বরণ পর্ব শেষ করছেন কুয়াকাটায় আগতরা। পর্যটকের তেমন ভিড় নেই। অধিকাংশ হোটেল মোটেলের সিট এক তৃতীয়াংশ খালি রয়েছে।
×