ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মেয়ে সন্তান চান মেসি

প্রকাশিত: ০৮:১৮, ২৯ ডিসেম্বর ২০১৮

 মেয়ে সন্তান চান মেসি

স্পোর্টস রিপোর্টার ॥ স্পেনের জায়ান্ট ক্লাব বার্সিলোনায় দারুণ সময় পার করছেন লিওনেল মেসি। তবে আপাতত বড়দিনের ছুটিতে রয়েছেন তিনি। ছুটি কাটাতে পরিবার নিয়ে নিজের দেশ আর্জেন্টিনায় বেড়াতে যান সময়ের সেরা এ ফুটবলার। সেখানেই স্প্যানিশ ক্রীড়া বিষয়ক সংবাদ মাধ্যম মার্কার সঙ্গে সাক্ষাতকার দেন। যেখানে ফুটবলের পাশাপাশি পরিবার নিয়েও কথা বলেছেন। সেই সাক্ষাতকারে তিনি বলেন, ‘যখন থেকেই আমার সন্তান হয়েছে, পরিবারই সবসময় আমার অগ্রাধিকারে ছিল। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অবশ্যই আমি ফুটবল ভালবাসি এবং ফুটবলের জন্যই বেঁচে আছি। তবে পরিবার সবকিছুর উর্ধে। সিরো (ছোট ছেলে) মাত্রই দাঁড়াতে শিখছে। এ্যান্তোনেলা (স্ত্রী) এবং আমি একটি মেয়ে চাই। ব্যাপারটি আমরা দেখব, তবে এখনই না।’ এদিকে চলতি মৌসুমে ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিও ছেড়ে মেসির ক্লাব বার্সিলোনায় যোগ দিয়েছেন আর্থার মেলো। ফিরেই স্প্যানিশ ক্লাবটিতে স্বদেশী নেইমারকে সতীর্থ হিসেবে পাওয়ার ইচ্ছা পোষণ করেছেন তিনি। শুধু এ মিডফিল্ডার নন, তাকে সেখানে চান বার্সার প্রাণভোমরা লিওনেল মেসিও। গেল বছরের আগস্টে ট্রান্সফার ফির বিশ্বরেকর্ড গড়ে কাতালানদের ছেড়ে পিএসজির ঘরে ওঠেন নেইমার। সেখানে মাত্র দ্বিতীয় মৌসুম চলছে তার। এরই মধ্যে ফের সাবেকদের ডেরায় ভেড়ার গুঞ্জন উঠেছে ব্রাজিলীয় প্রিন্সের। নেইমারকে বার্সায় ফিরে পেতে চান মেসিও। তবে চাওয়াটা একটু বেশি তা স্বীকার করেছেন খোদ ছোট ম্যাজিসিয়ানই। তিনি বলেন, এটা একটা জটিল প্রক্রিয়া। তবে তাকে আমি অবশ্যই ফের বার্সায় দেখতে চাই। শুধু ময়দানের খেলোয়াড় হিসেবে নয়, লকার রুমের সতীর্থ হিসেবেও। তার সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমরা একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশি। দু’জনের দারুণ কিছু স্মৃতি আছে। তবে ওরজন্য প্যারিস ছাড়া কঠিন হবে। কারণ সহসা ওকে পিএসজি ছাড়বে না। অসামান্য সহজাত প্রতিভা ও দক্ষতার অধিকারী হলেও মেসিকে ঘষেমেজে তৈরি করেন পেপ গার্ডিওলা। প্রিয় ক্লাবে গুরুকেও ফিরে পেতে চান মেসি। আর্জেন্টাইন জাদুকর বলেন, জানি এ চাওয়া পূরণ হওয়াও কঠিন। তবে তারসঙ্গে ফের কাজ করতে চাই।
×