ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পরিবেশবিষয়ক কর্মশালা

প্রকাশিত: ০৩:৫৩, ২৮ ডিসেম্বর ২০১৮

পরিবেশবিষয়ক কর্মশালা

নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, ২৭ ডিসেম্বর ॥ বৃহস্পতিবার সকালে কেশবপুরে জীবন যাপন ও পরিবেশের প্রভাব বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সেমিনারে উপজেলার বিভিন্ন কর্মকর্তা, ডাক্তার, নার্স ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন। সেমিনারে প্রধান রিসোর্স পার্সনের বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মিজানূর রহমান। কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার শেখ আবু শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মনিরামপুর সার্কেলের এএসপি রাকিব হাসান, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার আহসান মিজান রুমি, ডাক্তার সৌমেন বিশ্বাস, ডাক্তার তন্ময় বিশ্বাস প্রমুখ। মুক্তিযোদ্ধাদের সম্মিলন নিজস্ব সংবাদদাতা, সীতাকু-, চট্টগ্রাম, ২৭ ডিসেম্বর ॥ সীতাকু-ে নৌকা প্রতীকের পক্ষে উপজেলার মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের এক সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পৌর সদরের হাজেরা হ্যাভেন গার্ডেনে অনুষ্ঠিত এই সম্মিলনে প্রধান অতিথি ছিলেন নৌকা প্রতীকের প্রার্থী সংসদ সদস্য আলহাজ দিদারুল আলম এমপি। মুক্তিযুদ্ধকালীন কমান্ডার কাজী সিরাজের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার সাহাব উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সীতাকু- পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম, জেলা ডেপুটি কমান্ডার সরওয়ার কামাল দুলু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলিম উল্লাহ, মুক্তিযোদ্ধা মোতাহার সিদ্দিকী, মহসীন জাহাঙ্গীর, সিরাজদৌল্লা বিএসসি, মানিক বড়ুয়া, মাখনলাল ও উপজেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ইসহাক।
×