ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ফেনীতে আওয়ামী লীগ সরব ॥ নীরব বিএনপি

প্রকাশিত: ০৩:৫১, ২৮ ডিসেম্বর ২০১৮

ফেনীতে আওয়ামী লীগ সরব ॥ নীরব বিএনপি

নিজস্ব সংবাদদাতা, ফেনী, ২৭ ডিসেম্বর ॥ ফেনীর ৩ আসনের অলি গলিতে মহাজোটের নৌকা আর লাঙ্গলের পোস্টার ফেস্টুন দেখা গেলেও দেখা মেলে না ঐক্যফ্রন্টের ধানের শীষের পোস্টার লিফলেট। ফেনী-১ ও ফেনী-৩ এ ধানের শীষের প্রার্থীদের কিছু প্রচার দেখা গেলেও ফেনী-২ এ কোন ফেস্টুন বা প্রাচার দেখা যায় নাই। ফেনী-১ আসনে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মনোনয়ন বাতিল হয়ে যাওয়ায় এ আসনে ঢাকা মহানগন যুবদলের (দক্ষিণ) সভাপতি মুন্সী রফিকুল আলম মজনু ধানের শীষের প্রতীক নিয়ে প্রাচার আছেন। এ আসনে মহাজোটের প্রার্থী জাসদ (ইনু) শিরিন আক্তার নৌকার প্রতীক নিয়ে প্রচার চালাচ্ছেন। ফেনী-২ আসনে আওয়ামী লীগের নিজাম উদ্দিন হাজারী নৌকা প্রতীক নিয়ে প্রাচারে মাঠে সরব থাকলেও বিএনপি মনোনীত প্রার্থী জয়নাল আবদীন ভিপি জয়নালকে মাঠে দেখা যাচ্ছে না। ফেনী-৩ আসনে মহাজোটের প্রার্থী লাঙ্গল প্রতীক নিয়ে লে. জেনারেল (অব) মাসুদ উদ্দিন চৌধুরী মাঠে সরব রয়েছেন। অপরদিকে বিএনপি প্রার্থী ধানের শীষ নিয়ে আকবর হোসেন আংশিক প্রচারে রয়েছেন। বিএনপির প্রার্থীদের অভিযোগ তাদের প্রচারে মহাজোটের প্রার্থীদের সমর্থকরা বাধা প্রদান ও প্রচার মাইক ভাংচুরের অভিযোগ করছেন। বাগেরহাট-৩ আসনে নির্বাচনের পরিবেশ নেই ॥ ওয়াদুদ নিজস্ব সংবাদদাতা মংলা, ২৭ ডিসেম্বর ॥ বাগেরহাট-৩ আসনের মংলা-রামপালে নির্বাচনের কোন পরিবেশ নেই। কর্মীরা বের হতে পারছে না, পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে, মহড়া দিয়ে বাড়ি বাড়ি গিয়ে নৌকার দলে যোগ দেয়ার জন্য হুমকি দেয়া হচ্ছে। এছাড়া এজেন্ট না থাকার জন্যেও কর্মীদের হুমকি দেয়া হচ্ছে। এতে কর্মীরা ভীত হয়ে পড়েছে, ফলে নির্বাচনের কোন পরিবেশ এখানে নেই। প্রচারে বাধাসহ আমাকে এবং আমার কর্মীদের যেভাবে আক্রমণ (মারপিট) করা হয়েছে, এ আক্রমণ নজিরবিহীন, এটা গণতন্ত্রের পথে আসলে বাধা। বৃহস্পতিবার দুপুরে রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নের সোনাকুড় গ্রামের নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ আবদুল ওয়াদুদ এসব কথা বলেন।
×