ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

পেসারদের তাণ্ডবে শুরু ক্রাইস্টচার্চ টেস্ট

প্রকাশিত: ০৭:০৮, ২৭ ডিসেম্বর ২০১৮

পেসারদের তাণ্ডবে শুরু ক্রাইস্টচার্চ টেস্ট

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রাইস্টচার্চে মেঘলা আবহাওয়া, হেগলি ওভালের দ্রুতগতির বাউন্সি পিচ- টস জিতে বোলারদের হাতে বল তুলে দিতে দ্বিতীয়বার ভাবেননি দীনেশ চান্দিমাল। অধিনায়কের সিদ্ধান্তে যথার্থতা প্রমাণ করে কিউইদের বেসামাল করেছেন সুরাঙ্গা লাকমল ও লাহিরু কুমারা। ৫০ ওভারে ১৭৮ রানে অলআউট হয়ে গেছে স্বাগতিক নিউজিল্যান্ড। লাকমল একাই নিয়েছেন ৫ উইকেট। জবাব দিতে নেমে অবশ্য সফরকারীরাও পড়েছে বিপদের মুখে। ৩২ ওভারে ৮৮ রান তুলতে টপ-অর্ডারের ৪ ব্যাটসম্যানকে হারিয়েছে শ্রীলঙ্কা। স্মরণীয় ব্যাটিংয়ে প্রথম টেস্টে ড্র উপহার দেয়া এ্যাঞ্জেলো ম্যাথুস ২৭ ও কুসল সিলভা ১৫ রান নিয়ে ক্রিজে আছেন। নিউজিল্যান্ডের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৬৮ রানে ঝড়ো ইনিংস খেলা টিম সাউদি নিয়েছেন ৩ উইকেট। প্রথমদিনে খেলা হয়েছে মোট ৮২ ওভার, উইকেট পড়েছে ১৪টি। আর দু’দলের দুই ইনিংস মিলিয়ে রান উঠেছে মাত্র ২৬৬। সোজা কথায় ক্রাইস্টচার্চে প্রথমদিনটা শুধুই পেসারদের। শ্রীলঙ্কার দুই পেসার লাকমল ও কুমারা মিলে নিয়েছেন ৯ উইকেট। টস হেরে ব্যাট করতে নেমে লাকমলের তোপের মুখে পড়ে স্বাগতিক ব্যাটসম্যানরা। শুরু থেকেই আকাশ ছিল মেঘের ঘনঘটা । উইকেটও সবুজ ঘাসে ঢাকা। সুইং বোলিংয়ের আদর্শ কন্ডিশন দারুণভাবে কাজে লাগিয়েছেন লাকমল। ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো পেয়েছেন পাঁচ উইকেট। ঙ্কান পেসারের লাইন-লেংথ ছিল নিখুঁত। দুইদিকেই বল সুইং করিয়ে ব্যাটসম্যানদের ফেলেছিলেন দারুণ পরীক্ষায়। একপ্রান্তে টানা ১৬ ওভার বোলিং করে তুলে নেন চার উইকেট। ২০০১ সাল থেকে ‘বল বাই বল’ রেকর্ড রাখার পর এটাই কোন পেসারের সবচেয়ে দীর্ঘ স্পেল। লাকমলের তোপে এক পর্যায়ে ৬৪ রানে ৬ উইকেট হারিয়ে ফেলেছিল নিউজিল্যান্ড। দলকে খাদের কিনারা থেকে টেনে তোলে বিজে ওয়াটলিং ও সাউদির ১০৮ রানের জুটি। ক্রিজে এসেই বোলারদের ওপর চড়াও হন সাউদি। ৬৫ বলে তিন ছক্কা ও ছয়টি চারে ৬৮ রান করা সাউদিকে ফিরিয়ে স্বাগতিকদের প্রতিরোধ ভাঙ্গেন স্পিনার দিলরুয়ান পেরারা। এরপর আর বেশিদূর এগোয়নি কিউইদের ইনিংস। ৬ রানে শেষ ৪ উইকেট হারিয়ে গুটিয়ে যায় ১৭৮ রানে। ৫/৫৪Ñ নিল ওয়াগনারকে ফিরিয়ে ক্যারিয়ারসেরা বোলিং করেন লাকমল। স্কোর ॥ নিউজিল্যান্ড প্রথম ইনিংস ॥ ১৭৮/১০ (৫০ ওভার; রাভাল ৬, লাথাম ১০, উইলিয়ামসন ২, টেইলর ২৭, নিকোলস ১, ওয়াটলিং ৪৬, ডি গ্র্যান্ডহোম ১, সাউদি ৬৮, ওয়েগনার ০, প্যাটেল ২, বোল্ট ১*; লাকমল ৫/৫৪, কুমারা ৩/৪৯, পেরেরা ১/১৩)। শ্রীলঙ্কা প্রথম ইনিংস ॥ ৮৮/৪ (৩২ ওভার; গুনাথিলাকা ৮, করুনারতেœ ৭, চান্দিমাল ৬, মেন্ডিস ১৫, ম্যাথুস ২৭*, সিলভা ১৫*; বোল্ট ০/২০, সাউদি ৩/২৯, ডি গ্র্যান্ডহোম ১/১৯)। ** প্রথমদিন শেষে
×