ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জে প্রচারে বাধা দেয়ার অভিযোগ

প্রকাশিত: ০৬:৫৩, ২৭ ডিসেম্বর ২০১৮

কিশোরগঞ্জে প্রচারে বাধা দেয়ার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২৬ ডিসেম্বর ॥ কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের বিএনপির প্রার্থী সাবেক ঢাকা বিভাগীয় স্পেশাল জজ রেজাউল করিম খান চুন্নু প্রচার কাজে বাধাদানসহ নেতাকর্মীদের গণগ্রেফতারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন। বুধবার দুপুরে জেলা বিএনপির সহ-সভাপতি চুন্নু তার কার্যালয়ে অভিযোগ করে বলেন, নির্বাচনে একদিকে স্থানীয় প্রশাসন পক্ষপাতদুষ্ট আচরণ করছে, অন্যদিকে ক্ষমতাসীনরা সংসদীয় এলাকার বিভিন্ন স্থানে পোস্টার ছিঁড়ে ফেলাসহ ১০-১২টি নির্বাচনী অফিস ভাংচুর করে প্রচার কাজে বাধা দিচ্ছে। এছাড়াও গায়েবি ও মিথ্যা মামলা দিয়ে নেতাকর্মী ও সমর্থকদের হয়রানি করা হচ্ছে। এ সময় তিনি সংসদীয় আসনের ভোটারদের কাছে নানা প্রতিশ্রুতির নির্বাচনী ইশতেহার তুলে ধরেন। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখিয়ে আতঙ্ক সৃষ্টির মাধ্যমে ভোট কেন্দ্রে যেতে নিরুৎসাহিত করাসহ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দিয়ে গ্রেফতার করে জেলে পাঠানো হচ্ছে। এ পর্যন্ত সংসদীয় এলাকার জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরীফুল ইসলাম শরীফ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তারিকুজ্জামান পার্নেলসহ ৪২ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির উপদেষ্টা অধ্যক্ষ জালাল আহমেদ, জেলা বিএনপি নেতা মাসুদুল হাসান, অসীম সরকার বাধনসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
×