ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঐক্যফ্রন্ট ক্ষমতায় গেলে বাক স্বাধীনতা থাকবে না ॥ আইনমন্ত্রী

প্রকাশিত: ০৬:০০, ২৬ ডিসেম্বর ২০১৮

ঐক্যফ্রন্ট ক্ষমতায় গেলে বাক স্বাধীনতা থাকবে না ॥ আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ঐক্যফ্রন্ট ক্ষমতায় আসলে বাক স্বাধীনতা থাকবে না। যারা বাক স্বাধীনতার কথা বলে তাদের নেতা ড. কামাল হোসেন সাংবাদিকদের খামোশ বলে সাংবাদিকদের প্রশ্ন করার অধিকার খর্ব করেছেন। তাদের মুখে এ সব মানায় না। এতেই বুঝা যায় ঐক্যফ্রন্ট ক্ষমতায় গেলে জনগণের বাক স্বাধীনতা থাকবে না। মঙ্গলবার দুপুরে আইনমন্ত্রী তার নির্বাচনী এলাকার ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার শিকারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। নির্বাচনী সভায় আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের আওয়ামী লীগ দলীয় প্রার্থী আনিসুল হক বলেছেন, আমি আমার অধিকার নিয়ে আপনাদের কাছে ভোট চাইতে এসেছি। আমি এলাকায় শতভাগ বিদ্যুতায়ন নিশ্চিত করেছি। ৯৫৫ জনকে সরকারী চাকরি দিয়েছি। এলাকার রাস্তাঘাট, স্কুল-কলেজ, মসজিদ, মাদ্রাসার উন্নয়ন করেছি। আমার বিশ্বাস আপনারা আমাকে বিমুখ করবেন না। তখন হাজার হাজার মানুষ হাত নেড়ে মন্ত্রীকে সমর্থন জানান। আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম মৃধার সভাপতিত্বে মন্ত্রী আরও বলেন, ঐক্যফ্রন্টের প্রার্থী যাদের মনোনয়নপত্র হাইকোর্ট বাতিল করেছে ওই সকল এলাকায় পুনরায় মির্জা ফখরুল প্রার্থী নির্বাচন করে চিঠি দিয়েছেন। যা কোনক্রমেই আইনগতভাবে সঠিক নয়। এ রকম হলে তাদের জন্য পুনরায় আইন প্রণয়ন করতে হবে।
×