ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বীমা খাতের ৫৭ ভাগের দর বেড়েছে

প্রকাশিত: ০৪:১২, ২৬ ডিসেম্বর ২০১৮

বীমা খাতের ৫৭ ভাগের দর বেড়েছে

সোমবার উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। তবে বীমা খাতে লেনদেনে অংশ নেয়া ৫৭ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার দর কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, বীমা খাতের ৪৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর কমেছে ২৭টির বা ৫৭ শতাংশের, শেয়ার দর বেড়েছে ১৩টির বা ২৮ শতাংশের এবং ৭টির বা ১৫ শতাংশ বীমা প্রতিষ্ঠানের শেয়ার দর অপরিবর্তিত রয়েছে। সোমবার বীমা খাতে শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের। কোম্পানিটির শেয়ার দর ৫.৮০ টাকা কমেছে। দ্বিতীয় সর্বোচ্চ ৪ টাকা কমেছে রূপালী লাইফ ইন্স্যুরেন্সের এবং তৃতীয় সর্বোচ্চ ২.২০ টাকা কমেছে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের। সোমবার বীমা খাতের শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে গ্রীনডেল্টা ইন্স্যুরেন্সে। কোম্পানিটির শেয়ার দর ২.৪০ টাকা বেড়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×