ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

তিন কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

প্রকাশিত: ০৪:১০, ২৬ ডিসেম্বর ২০১৮

তিন কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির ঋণমান অবস্থান (ক্রেডিট রেটিং) নির্ণয় করা হয়েছে। কোম্পানি ২টি হচ্ছে- এমআই সিমেন্ট, মেঘনা সিমেন্ট এবং আমান ফিড লিমিটেড। এই রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ (সিআরএবি)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে। এমআই সিমেন্ট ॥ কোম্পানিটির ক্রেডিট রেটিং ঋণমান হয়েছে ‘ডাবলএটু’। কোম্পানির ৩০ জুন, ২০১৮ সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ওপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করছে ইসিআরএল। এ ক্যাটাগরির কোম্পানিটি ২০১১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানির মোট শেয়ারের ৬৭.০৮ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকের কাছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে রয়েছে ১৭.২৪ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে রয়েছে দশমিক ৩১ শতাংশ এবং ১৫.৩৭ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীর কাছে। মেঘনা সিমেন্ট ॥ কোম্পানিটির ক্রেডিট রেটিং ঋণমান হয়েছে ‘এটু’। কোম্পানির ৩০ জুন, ২০১৮ সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ওপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করছে ইসিআরএল। এ ক্যাটাগরির কোম্পানিটি ১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানির মোট শেয়ারের ৪৯.৭৭ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকের কাছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে রয়েছে ৩২.৮৯ শতাংশ এবং ১৭.৩৪ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীর কাছে। আমান ফিড ॥ কোম্পানিটির ক্রেডিট রেটিং ঋণমান হয়েছে ‘এওয়ান’। কোম্পানির ৩০ জুন, ২০১৮ সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ওপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করছে ইসিআরএল। এ ক্যাটাগরির কোম্পানিটি ২০১৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানির মোট শেয়ারের ৬৩.২৬ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকের কাছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে রয়েছে ১১.৫২ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে রয়েছে দশমিক ০৫ শতাংশ এবং ২৫.১৭ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীর কাছে।
×