ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যুদ্ধাপরাধী ও স্বৈরাচারকে প্রত্যাখ্যান করুন

প্রকাশিত: ০৫:৫১, ২২ ডিসেম্বর ২০১৮

  যুদ্ধাপরাধী ও স্বৈরাচারকে প্রত্যাখ্যান করুন

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রক্ষায় স্বৈরাচারী ও যুদ্ধাপরাধীদের প্রত্যাখ্যানের আহবান জানিয়েছে উদীচী শিল্পীগোষ্ঠী। নির্বাচন সামনে রেখে একটি অবাধ, সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক নির্বাচনের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করার জন্য নির্বাচন কমিশন, সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক দল, সংগঠনসহ সংশ্লিষ্ট সবার প্রতি এ আহবান জানিয়েছে উদীচী। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক ড. সফিউদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন এ আহবান জানান। এ সময় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহান মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা ও আকাক্সক্ষাসমূহ, জাতীয় চার মূলনীতি- গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও বাঙালী জাতীয়তাবাদের পক্ষে, সাম্প্রদায়িকতা, দুর্নীতি ও লুটপাটতন্ত্রের বিরুদ্ধে, শ্রমজীবী মানুষের অধিকারের পক্ষে প্রকৃত দেশপ্রেমিক সৎ ও যোগ্য প্রার্থীকে নির্বাচিত করার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহবান জানান। একই সঙ্গে কালো টাকার মালিক, চোরাকারবারি, যুদ্ধাপরাধী, স্বৈরাচার, সাম্প্রদায়িক, দুর্নীতিবাজ, সন্ত্রাসী ও তাদের আশ্রয়দাতাদের প্রত্যাখ্যান করার জন্যও দেশবাসীর প্রতি আহবান জানান উদীচী নেতৃবৃন্দ।
×