ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বরগুনায় জনগণের মুখোমুখি পাঁচ প্রতিদ্বন্দ্বী

প্রকাশিত: ০৪:১৪, ২২ ডিসেম্বর ২০১৮

বরগুনায় জনগণের  মুখোমুখি পাঁচ  প্রতিদ্বন্দ্বী

নিজস্ব সংবাদদাতা, বরগুনা, ২১ ডিসেম্বর ॥ ‘অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন চাই’ স্লোগানে বরগুনায় জনগণের মুখোমুখি হলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসনে প্রতিদ্বন্দ্বীতাকারী ৫ প্রার্থী। শুক্রবার দুপুরে বরগুনা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সুজন-সুশাসনের জন্য নাগরিকের আয়োজনে প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রার্থীরা দল ও তাদের পক্ষ থেকে নির্বাচনে বিজয়ী হলে বা না হলেও কে কি করবেন সে সম্পর্কে বক্তব্য রাখেন। এ সময় তারা জাতীয় ও স্থানীয় পর্যায়ে তাদের বিভিন্ন পরিকল্পনার কথা জনগণের সামনে তুলে ধরেন। গণতন্ত্র, সুশাসন ও উন্নয়নের বিভিন্ন দিক তাদের বক্তব্যে প্রাধান্য পায়। জনগণের মুখোমুখি অনুষ্ঠানে প্রার্থীদের মধ্যে অংশ নেন, নৌকা প্রতীকের প্রার্থী এ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, হাতপাখা প্রতীকের প্রার্থী মোঃ অলি উল্লাহ, মিনার প্রতীকের প্রার্থী মোঃ রফিকুল ইসলাম, টেলিভিশন প্রতীকের প্রার্থী খলিলুর রহমান খান ও ফুলের মালা প্রতীকের প্রার্থী শাহ আবুল কালাম।
×