ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

নির্বাচনী ইশতেহারে হতাশ মহিলা পরিষদ

প্রকাশিত: ০৫:০৮, ২১ ডিসেম্বর ২০১৮

নির্বাচনী ইশতেহারে হতাশ মহিলা পরিষদ

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে নারীর রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে কোন পদক্ষেপ, নীতি বা পরিকল্পনা নেয়ার কথা উল্লেখ নেই বলে অভিযোগ করেছেন বাংলাদেশ মহিলা পরিষদ। নেতৃবৃন্দ বলেন, একটি জনপ্রতিনিধিত্বশীল সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জাতীয় সংসদে নারীর ফলপ্রসূ সক্রিয় অংশগ্রহণ ও অংশীদারিত্ব নিশ্চিত করতে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে ইশতেহারে তার কোন উল্লেখ নেই। এ ক্ষেত্রে নারী সমাজের দীর্ঘদিনের দাবি এবং বর্তমান সরকারের বিভিন্ন সময়ে দেয়া প্রতিশ্রুতি ‘জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন প্রক্রিয়া চালু করা ও আসন সংখ্যা এক তৃতীয়াংশ বৃদ্ধি করার কোন প্রতিফলন আমরা দেখিনি। বৃহস্পতিবার সেগুনবাগিচায় সুফিয়া কামাল ভবনে মহিলা পরিষদের ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন : রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহার’ শীর্ষক সংবাদ সম্মেলনে পরিষদের নেতৃবৃন্দ অভিযোগ করেন। মডারেটরের দায়িত্ব পালন করেন মহিলা পরিষদ সভাপতি আয়শা খানম। লিখিত বক্তব্য উপস্থাপন করেন ভারপ্রাপ্ত আন্দোলন সম্পাদক রেখা চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন জনা গোস্বামী। সংবাদ সম্মেলনে জানানো হয়, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ২০০৮ এর ৯০নং অনুচ্ছেদ বাস্তবায়ন অর্থাৎ সব রাজনৈতিক দলের কমিটিগুলোয় এক-তৃতীয়াংশ নারীর অন্তর্ভুক্তি এবং সাধারণ আসনেও অধিক সংখ্যক নারী প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে কোন রাজনৈতিক দলের অঙ্গীকার ব্যক্ত করা হয়নি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সভাপতি আয়শা খানম বলেন, সব দল নির্বাচনে অংশগ্রহণ করছে এবং একটি অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে, এই পরিস্থিতিকে আমরা স্বাগত জানাই।
×