ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘ধানের শীষ পেটের বিষ’

অধিকাংশের মতামতই নির্বাচন কমিশনের সিদ্ধান্ত- এটিই গণতন্ত্র ॥ কাদের

প্রকাশিত: ০৬:১৫, ২০ ডিসেম্বর ২০১৮

অধিকাংশের মতামতই নির্বাচন কমিশনের সিদ্ধান্ত- এটিই গণতন্ত্র ॥ কাদের

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ১৯ ডিসেম্বর ॥ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নির্বাচন কমিশন সম্পর্কে বলেছেন, নির্বাচন কমিশন ৫ জনকে নিয়ে গঠিত হলে ৩ জন একদিকে থাকলেও একজন নির্বাচন কমিশনারের মতামতের কোন মূল্য নেই। অধিকাংশের মতামতই নির্বাচন কমিশনের সিদ্ধান্ত, এটিই গণতন্ত্র। তিনি প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য সঠিক বলে জানান, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে। নোয়াখালীর কোম্পানীগঞ্জ-কবিরহাটের বিভিন্ন স্থানে ভোট চেয়ে চষে বেড়াচ্ছেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মন্ত্রী বলেন, ফখরুল-মওদুদরা এখন ভিডিও কনফারেন্স ও ফেসবুকে কান্নাকাটি করেন। এসব কান্নাকাটিতে জনগণ ভোট দিবে না। তাদের সঙ্গে জনগণ নেই। কারণ ‘ধানের শীষ পেটের বিষ’। বুধবার দিনভর তার নির্বাচনী এলাাকা নোয়াখালী-৫ আসনের কবিরহাট উপজেলার নির্বাচনী পথসভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। তিনি আরও বলেন, এসব এলাকায় শতভাগ বিদ্যুত সম্পন্ন হয়েছে। আর আগামীতে ক্ষমতায় আসলে কোম্পানীগঞ্জ-কবিরহাট এলাকায় আর কেউ গৃহহীন থাকবে না। মন্ত্রী প্রথমে কবিরহাট নরোত্তমপুর ইউনিয়নের মনিনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক সংক্ষিপ্ত নির্বাচনী সমাবেশে যোগ দেন। এ স্থানে এলাকায় উপস্থিত নারী ও পুরুষের কাছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান। নির্বাচনী প্রচারকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি, সাধারণ সম্পাদক ও কবিরহাট পৌর মেয়র জহিরুল হক রায়হান ও কেন্দ্রীয় কৃষকলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ একেএম জাফর উল্লাহ, জেলা আওয়ামী লীগের সদস্য আলা বকস টিটু এবং সদ্য আনুষ্ঠানিকভাবে যোগ দেয়া ও একাত্মতা ঘোষণাকারী জাতীয় পার্টির কবিরহাট উপজেলা সভাপতি এ এস এ শাহকামাল, কবিরহাট পৌরসভার সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বাবলু ও আওয়ামী লীগ নেতা ইস্কান্দার মির্জা। এরপর তিনি উক্ত এলাকার আরও কয়েকটি ইউনিয়নে নির্বাচনী সমাবেশে যোগ দেন।
×