ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিপসটে জাতিসংঘ শান্তি মিশনে মোতায়েন পূর্বপ্রস্তুতি বিষয়ক সেমিনার

প্রকাশিত: ০৫:৪৬, ১১ ডিসেম্বর ২০১৮

বিপসটে জাতিসংঘ শান্তি মিশনে মোতায়েন পূর্বপ্রস্তুতি বিষয়ক সেমিনার

দুই দিনব্যাপী ‘এচিভিং অপারেশনাল রেডিনেস’ শীর্ষক একটি বহুজাতিক সেমিনার সোমবার রাজেন্দ্রপুর সেনানিবাসে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংয়ের (বিপসট) তত্ত্বাবধানে এবং জাতিসংঘ সদর দফতরের ইউনাইটেড নেশন্স ডিপার্টমেন্ট অব পিসকিপিং অপারেশন্সের ব্যবস্থাপনায় শুরু হয়েছে। শান্তিরক্ষা মিশনে সৈন্য প্রেরণকারী দেশসমূহ জাতিসংঘ মিশনে নিয়োজিত হওয়ার আগে আভিযানিক প্রস্তুতির নিশ্চয়তা এবং দক্ষতা বৃদ্ধির মূল বিষয়গুলো সম্পর্কে মতবিনিময় করাই এই সেমিনারের উদ্দেশ্য। সেমিনারে ১৮টি দেশের সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ ছাড়াও জাতিসংঘের উচ্চপদস্থ বিশেষজ্ঞসহ ৫৫ জন বিদেশী এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উর্ধতন কর্মকর্তাগণসহ প্রায় ১০০ জন প্রতিনিধি অংশ নেয়। প্রধান অতিথি হিসেবে সেমিনারের উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও জাতিসংঘ সদর দতফরের পক্ষ থেকে মেজর জেনারেল হিউ ভ্যান রোজেন, সহকারী সামরিক উপদেষ্টা, অফিস অব মিলিটারি এ্যাফেয়ার্স, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ল্যারি সুইফট, ট্রেনিং প্রোগ্রাম ম্যানেজার, গ্লোবাল পিস অপারেশন্স ইনিশিয়েটিভ এবং দেশ-বিদেশের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। সেমিনারে অংশগ্রহণকারী দেশসমূহ হলো অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ভুটান, কম্বোডিয়া, চীন, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, কাজাখস্তান, মালয়েশিয়া, মঙ্গোলিয়া, নেপাল, ফিলিপিন্স, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ইউএসএ এবং ভিয়েতনাম। -আইএসপিআর
×