ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লেনদেনের শীর্ষে বস্ত্র খাতের চার কোম্পানি

প্রকাশিত: ০৬:৩৮, ৯ ডিসেম্বর ২০১৮

লেনদেনের শীর্ষে বস্ত্র খাতের চার কোম্পানি

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিদায়ী সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে ছিল বস্ত্রখাতের প্রাধান্য। লেনদেনের শীর্ষ দশের মধ্যে চারটিই ছিল এই খাতের। সবার শীর্ষে ছিল সায়হাম কটন, দ্বিতীয় স্থানে ড্রাগন সোয়েটার এ্যান্ড স্পিনিং, চতুর্থ স্থানে প্যারামাউন্ট টেক্সটাইলস (পিটিএল) এবং ষষ্ঠ স্থানে এমএল ডাইয়িং। ডিএসই ও লংকাবাংলা সিকিউরিটিজের সাপ্তাহিক প্রতিবেদন পর্যালোচনা করে এই তথ্য পাওয়া গেছে। সায়হাম কটন ॥ আলোচ্য সপ্তাহে ডিএসইতে শীর্ষে থাকা সায়হাম কটনের মোট লেনদেন হয়েছে ৭৯ কোটি ১১ লাখ টাকার শেয়ার। দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল ১৫ কোটি ৮২ লাখ টাকা। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির ওপেনিং প্রাইস ছিল ২৬ টাকা। সপ্তাহের শেষ কার্যদিবসে ক্লোজিং প্রাইস ছিল ২৭.৬০ টাকা। সপ্তাহজুড়ে কোম্পানির দর বেড়েছে ৬.১৫ শতাংশ। আগের সপ্তাহেও কোম্পানিটির শেয়ার দর কিছুটা ঊর্ধ্বমুখী ছিল। ড্রাগন সোয়েটার ॥ সপ্তাহজুড়ে লেনদেনের দ্বিতীয় শীর্ষ স্থানে থাকা ড্রাগন সোয়েটারের মোট লেনদেন হয়েছে ৭২ কোটি ৬০ লাখ টাকার শেয়ার। দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল ১৪ কোটি ৬৫ লাখ টাকা। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির ওপেনিং প্রাইস ছিল ২৬ টাকা। সপ্তাহের শেষ কার্যদিবসে ক্লোজিং প্রাইস ছিল ২৫.৫০ টাকা। সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ১.৯২ শতাংশ। আগের সপ্তাহেও কোম্পানিটির শেয়ার দর নিম্নমুখী প্রবণতায় ছিল। এর কারণ বিদায়ী সপ্তাহে কোম্পানির বোনাস লভ্যাংশ বিনিয়োগকারীদের বিওতে আসে। অন্যদিকে, এর একজন উদ্যোক্তা ২৩ লাখ বোনাস শেয়ার বিক্রি করার ঘোষণা দেয়। ফলে সেল প্রেসার থাকাতে এর শেয়ার দর বিদায়ী সপ্তাহেও নিম্নমুখী প্রবণতায় থাকে। তবে কোম্পানিটির বড় লেনদেন ইঙ্গিত করে, এর শেয়ারে বিনিয়োগকারীদের অনেক আগ্রহ রয়েছে এবং এর শেয়ার দর যেকোন দিন ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরতে পারে।
×