ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

ঢাবি ১৩তম কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসবের সমাপনী আজ

প্রকাশিত: ০৪:২৭, ৮ ডিসেম্বর ২০১৮

 ঢাবি ১৩তম কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসবের সমাপনী আজ

সংস্কৃতি ডেস্ক ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এ্যান্ড পারফর্মেন্স স্টাডিজ বিভাগের ব্যবস্থাপনায় ১৩তম ঢাকা বিশ^বিদ্যালয় বার্ষিক কেন্দ্রীয় নাট্যোৎসবের সমাপনী হচ্ছে আজ। ঢাবির ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে গত ৩ ডিসেম্বর সোমবার এ উৎসবের উদ্বোধন হয়। বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের চেতনা উজ্জীবিত করে ছয় দিনব্যাপী এই নাট্যোৎসবে থিয়েটার এ্যান্ড পারফর্মেন্স স্টাডিজ বিভাগের শিক্ষক নির্দেশিত এবং সাবেক শিক্ষার্থীরা একাডেমিক অনুশীলনে কৃতিত্বের সঙ্গে যুক্ত তাদের নির্দেশিত নাট্য উপস্থাপনের লক্ষ্য নির্ধারিত হয়েছে। তাছাড়া স্নাতক সম্মান সমাপনী সেমিস্টারের ১৮ শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য কলেজ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও পেশাজীবীদের নির্দেশনা দিয়ে ১৮টি নাট্য ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মুক্ত প্রাঙ্গণে পরিবেশন করছে। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন ঢাকা বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান। শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মোঃ দেলোয়ার হোসেন। সভাপতিত্ব করেন থিয়েটার এ্যান্ড পারফর্মেন্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. আহমেদুল কবির।
×