ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

আবুধাবি টেস্ট

উইলিয়ামসনের শতকে ঘুরে দাঁড়িয়েছে কিউইরা

প্রকাশিত: ০৭:২৮, ৭ ডিসেম্বর ২০১৮

উইলিয়ামসনের শতকে ঘুরে দাঁড়িয়েছে কিউইরা

স্পোর্টস রিপোর্টার ॥ তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-১ সমতা। তবে আবুধাবিতে তৃতীয় ও শেষ টেস্টে তৃতীয় দিন পর্যন্ত আধিপত্য ধরে রেখেছিল পাকিস্তান ক্রিকেট দল। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ২৬ রান নিয়ে বেশ বিপাকেই পড়েছিল নিউজিল্যান্ড। চোখ রাঙ্গাচ্ছিল আরেকটি পরাজয়ের শঙ্কা। কিন্তু চতুর্থ দিন দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে কিউইরা। পাক স্পিনারদের দাপট উপেক্ষা করে অধিনায়ক কেন উইলিয়ামসন দুর্দান্ত এক শতক হাঁকিয়েছেন। যার ফলে চতুর্থ দিনটা নিজেদের নিয়ন্ত্রণে রেখেই শেষ করেছে তারা ৪ উইকেটে ২৭২ রান তুলে। ক্যারিয়ারের ১৯তম সেঞ্চুরি হাঁকিয়ে উইলিয়ামসন ১৩৯ রানে এবং হেনরি নিকোলস ৯০ রান নিয়ে ব্যাট করছেন। ১৯৮ রানের লিড নিয়েছে ইতোমধ্যে কিউইরা। প্রথম ইনিংসে নিউজিল্যান্ড মাত্র ২৭৪ রানে গুটিয়ে যাওয়ার পর পাকিস্তান তুলেছিল ৩৪৮। ৭৪ রানে পিছিয়ে থাকার পর দ্বিতীয় ইনিংসের শুরুটা একেবারেই ভাল হয়নি নিউজিল্যান্ডের। তৃতীয় দিনশেষে ২৬ রান তুলতেই দুই ওপেনারের উইকেট হারায়। চতুর্থ দিনের শুরুর দিকেই উইলিয়াম সোমারভিল (৪) ও রস টেইলরকে (২২) খুঁইয়ে ফেলে তারা। ৬০ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বিপর্যস্ত কিউইদের হয়ে হাল ধরেন উইলিয়ামসন ও নিকোলস। লেগস্পিনার ইয়াসির শাহ এদিন সোমারভিলের উইকেট নিয়ে মাত্র ৩৩ টেস্টে ২০০ উইকেট শিকারের মাইলফলক ছোঁয়ার দ্রুততম বিশ্বরেকর্ড গড়েন। পেসার শাহীন শাহ আফ্রিদিও নেন একটি উইকেট। তবে আর পাক বোলারদের সফল হতে দেননি উইলিয়ামসন। আরেকটি শতকের দেখা পেয়েছেন গত মার্চের পর। এটি তার ক্যারিয়ারের ১৯তম শতক। নিকোলসও অর্ধশতক হাঁকান। এরপরও তাদের থামাতে পারেনি পাকীরা। দুই সেশন পার করেন এ জুটি। পঞ্চম উইকেটে তারা অবিচ্ছিন্ন থেকে যোগ করেন ২১২ রান। উইলিয়ামসন ২৮২ বলে ১৩ চারে ১৩৯ আর নিকোলস ২৪৩ বলে ৮ চারে ৯০ রান করে অপরাজিত। ৪ উইকেটে ২৭২ রান তুলে এখন ১৯৮ রানে এগিয়ে থাকায় আবুধাবি টেস্টে বেশ ভাল অবস্থানেই নিউজিল্যান্ড। সংক্ষিপ্ত স্কোর ॥ নিউজিল্যান্ড প্রথম ইনিংস- ২৭৪/১০; ১১৬.১ ওভার (উইলিয়ামসন ৮৯, ওয়াটলিং ৭৭*, র‌্যাভাল ৪৫; বিলাল ৫/৬৫, ইয়াসির ৩/৭৫) ও দ্বিতীয় ইনিংস- ২৭২/৪; ১০৪ ওভার (উইলিয়ামসন ১৩৯*, নিকোলস ৯০*, টেইলর ২২; শাহীন ২/৫৫, ইয়াসির ২/১০৭)। পাকিস্তান প্রথম ইনিংস- ৩৪৮/১০; ১৩৫ ওভার (আজহার ১৩৪, আসাদ ১০৪, হারিস ৩৪; সোমারভিল ৪/৭৫, বোল্ট ২/৬৬)। *চতুর্থ দিন শেষে।
×