ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী আজ হংসবলাকা পরিদর্শন করবেন

প্রকাশিত: ০৫:৪২, ৫ ডিসেম্বর ২০১৮

প্রধানমন্ত্রী আজ হংসবলাকা পরিদর্শন করবেন

স্টাফ রিপোর্টার ॥ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হওয়া বোয়িংয়ের তৈরি ৭৮৭-৮ ড্রিমলাইনার ‘হংসবলাকা’ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার দুপুরে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাবেন। তবে এবার কোন জাকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। এমনকি গণমাধ্যমকর্মীদেরকেও এ অনুষ্ঠানের বাইরে রাখা হয়েছে। কি জন্য এ পরিবর্তন আনা হয়েছে, জানতে চাইলে বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বলেন, আমি যতটুকু জানি প্রধানমন্ত্রী আজ বুধবার বিমানবন্দরে আসবেন হংসবলাকা পরিদর্শন করতে। এর বাইরে কিছু জানি না। আগামী ১০ ডিসেম্বর থেকে শুরু হবে হংসবলাকার বাণিজ্যিক ফ্লাইট। ঢাকা লন্ডন রুটে হংসবলাকা দিয়েই নিয়মিত ফ্লাইট অপারেট করা হবে। ডিসেম্বর থেকে প্রতি সপ্তাহে লন্ডন রুটে ৬টি ফ্লাইট চালাবে বিমান। অপরটি ড্রিমলাইনার আকাশবীণা দিয়ে অপারেট করা হবে কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাঙ্কক ও বাহরাইনের ফ্লাইট। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে প্রধানমন্ত্রী ‘হংসবলাকা’র অভ্যন্তর পরিদর্শন করবেন। এ সময় তার সঙ্গে থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল, সচিব মহিবুল হক, বিমানের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন এএম মোসাদ্দিক আহমেদ উপস্থিত থাকবেন। ড্রিমলাইনার হংসবলাকা যুক্ত হওয়ার মধ্য দিয়ে বিমান বহরে উড়োজাহাজের সংখ্যা দাঁড়াল ১৫টি। এর আগে গত ১৯ আগস্ট বিমান বহরে যুক্ত হয় প্রথম ড্রিমলাইনার ‘আকাশবীণা’। প্রধানমন্ত্রীর পছন্দে এগুলোর নামকরণ হয়েছে। ‘গাঙচিল’ ও ‘রাজহংস’ নামের বাকি দুটি ড্রিমলাইন বহরে যুক্ত ২০১৯ সালের সেপ্টেম্বরে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২০০৮ সালে মার্কিন আকাশযান প্রস্তুতকারক প্রতিষ্ঠান বোয়িং কোম্পানির সঙ্গে ১০টি নতুন বিমান ক্রয়ের জন্য ২ দশমিক ১ বিলিয়ন ইউএস ডলারের চুক্তি করে। ১০টি বিমানের মধ্যে রয়েছে চারটি ৭৮৭-৮ ড্রিমলাইনার।
×