ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে রাসেল হত্যার বিচার দাবি

প্রকাশিত: ০৬:৪১, ৪ ডিসেম্বর ২০১৮

রূপগঞ্জে রাসেল হত্যার বিচার দাবি

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ,৩ ডিসেম্বর ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাহনা এলাকায় স্থানীয় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে রাসেল ভূইয়াকে। সোমবার বিকেলে যাত্রামুড়া এলাকায় হত্যাকা-ের সঙ্গে জড়িত ইউপি সদস্য রফিকুল ইসলাম রফিক, মান্নানসহ আসামিদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ কর্মসূচী পালন করেন নিহতের স্বজন ও এলাকাবাসী। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা-সিলেট মহাসড়ক প্রায় পৌনে এক ঘণ্টা অবরোধ করে রাখে। অবরোধের ফলে সড়কের উভয় দিকে আটকাপড়ে শত শত যানবাহন। ভোগান্তির শিকার হন যাত্রীসাধারণ। পরে রূপগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক সাজাউল আলমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে এসে আসামিদের গ্রেফতার ও বিচারের আশ^াস দিলে বিক্ষুব্ধ এলাকাবাসী অবরোধ তুলে নেয়। নিহত রাসেল ভূইয়া উপজেলার যাত্রামুড়া এলাকার মৃত আযহারুল ইসলাম ভূইয়ার ছেলে। রাসেল ভূইয়া পুলিশে চাকরি করতেন।
×