ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় লালন সঙ্গীতানুষ্ঠান

প্রকাশিত: ০৭:৩৪, ২ ডিসেম্বর ২০১৮

নেত্রকোনায় লালন সঙ্গীতানুষ্ঠান

সঞ্জয় সরকার, নেত্রকোনা ॥ ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’- এ অমূল্য বাণীকে প্রতিপাদ্য করে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের চিথোলিয়া গ্রামে শুক্রবার রাতব্যাপী লালন সঙ্গীতের আসর অনুষ্ঠিত হয়েছে। গুরু পদার্পণ দিবস উপলক্ষে কুষ্টিয়া সদরের লালন চর্চা কেন্দ্রের ভক্তরা এতে সঙ্গীত পরিবেশন করেন। কেন্দুয়ার ঝংকার শিল্পীগোষ্ঠী, উপজেলা প্রেসক্লাব ও চর্চা সাহিত্য আড্ডার সহযোগিতায় আব্দুল হালিম চিশতীর বাড়িতে অনুষ্ঠিত সঙ্গীত আসরের উদ্বোধন করেন বীরোচিত পুলিশ মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া। কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্ব শর্মার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন লালনভক্ত আব্দুল হালিম চিশতী, কুষ্টিয়া লালন চর্চা কেন্দ্রের ভক্ত মোহাম্মদ তৌহিদ ও কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জীবন। পরে রাতব্যাপী লালন সঙ্গীত পরিবেশন করেন লালন চর্চা কেন্দ্রের ভক্ত ও শিল্পী মাহফুজা মান্না মণি, কোহিনূর আক্তার গোলাপী, নাজমিন নাহার রত্না, মনসুর বয়াতী, মাসুদ শাহ, পশ্চিমবঙ্গের শিল্পী রবীন্দ্র বিশ্ব শর্মা, স্থানীয় শিল্পী প্রদীপ পণ্ডিত, সুসেন সাহা রায় ও আনিসুর রহমান সাগর।
×