ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

বিটিভিতে ‘ইত্যাদি’ আজ

প্রকাশিত: ০৭:৩১, ২ ডিসেম্বর ২০১৮

বিটিভিতে ‘ইত্যাদি’ আজ

সংস্কৃতি ডেস্ক ॥ প্রাকৃতিক রূপবৈচিত্র্যের অপূর্ব লীলাভূমি সুনামগঞ্জ জেলার দুর্গম অঞ্চল সীমান্ত ঘেঁষা তাহেরপুর উপজেলার টেকেরঘাটে ধারণ করা হয় এবারের ‘ইত্যাদি’। বহুল প্রশংসিত এই পর্বের পুনঃপ্রচার করা হবে আজ রাত ১০টার ইংরেজী সংবাদের পর। সবুজ বনানী, পাহাড় আর অসাধারণ নৈসর্গিক দৃশ্যের সঙ্গে সঙ্গতি রেখে সাজানো মঞ্চে লক্ষাধিক দর্শকের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ধারণ করা হয় এবারের ‘ইত্যাদি’। ‘ইত্যাদি’র ধারণ উপলক্ষে হাওড় কন্যা সুনামগঞ্জে ছিল উৎসবের আমেজ। বিষয় বৈচিত্র্যে ভরপুর ইত্যাদির এই পর্বে আছে বেশ কয়েকটি হৃদয়ছোঁয়া প্রতিবেদন। সুনামগঞ্জের ইতিহাস, ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্যম-িত-দর্শনীয় ও পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থানগুলোর ওপর তথ্যভিত্তিক প্রতিবেদন। সুনামগঞ্জের লোক সাধক দেওয়ান হাছন রাজা, রাধারমণ দত্ত, দুর্বিন শাহ এবং শাহ্ আবদুল করিমের ওপর রয়েছে একটি তথ্যভিত্তিক অনুসন্ধানী প্রতিবেদন। জার্মান প্রবাসী শৌখিন দূরপাল্লার দৌড়বিদ শিব শংকর পাল এবং ঘড়ি সংগ্রাহক মাইনুল মাজেদীনের ওপর রয়েছে দুটি প্রতিবেদন। কিছু তরুণের মানবিক কাজের ওপর একটি ফলোআপ প্রতিবেদন। বিদেশী প্রতিবেদনে রয়েছে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি দক্ষিণ আফ্রিকা, এর কৃষি ব্যবস্থা ও সেখানে কৃষিকাজ করে সফলতা লাভ করেছে এমন একজন বাংলাদেশীর ওপর তথ্যবহুল প্রতিবেদন। এবারের ‘ইত্যাদি’তে সুনামগঞ্জের চারজন মরমী সাধকের লেখা চারটি গানের অংশ বিশেষের সমন্বয়ে একটি গান গেয়েছেন এই সিলেটেরই সন্তান শিল্পী শুভ্রদেব, সেলিম চৌধুরী ও সহশিল্পীবৃন্দ। এছাড়াও সুনামগঞ্জকে নিয়ে মোহাম্মদ রফিকউজ্জামানের কথায়, হানিফ সংকেতের সুরে এবং মেহেদীর সঙ্গীতায়োজনে একটি গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন টেকেরঘাটেরই স্থানীয় নৃত্যশিল্পীবৃন্দ। কণ্ঠ দিয়েছেন প্রতিক হাসান ও আনিকা। নানা সামাজিক অসঙ্গতি ও সমসাময়িক ঘটনা নিয়ে বেশ কটি নাট্যাংশসহ নিয়মিত পর্ব হিসেবে এবারও যথারীতি রয়েছে দর্শক পর্ব, মামা-ভাগ্নে, নানি-নাতি ও চিঠিপত্র পর্ব। ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। পুনঃপ্রচার হবে কেয়া কসমেটিকস্-এর সৌজন্যে। একযোগে প্রচার হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে।
×