ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গুজব ও অপপ্রচার ঠেকাতে প্রতি উপজেলায় মিডিয়া সেল গঠনের পরিকল্পনা

প্রকাশিত: ০৬:৫৮, ২ ডিসেম্বর ২০১৮

গুজব ও অপপ্রচার ঠেকাতে প্রতি উপজেলায় মিডিয়া সেল গঠনের পরিকল্পনা

শংকর কুমার দে ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে গুজব ও অপপ্রচার ছড়াতে না পারে সেজন্য দেশের প্রতিটি জেলা, উপজেলায় মিডিয়া সেল গঠনের পরিকল্পনা করছে পুলিশ। দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য সরকারকে বেকায়দায় ফেলতে ভুয়া ওয়েবসাইট তৈরি করা হচ্ছে। নির্বাচন বানচাল করতে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত জামায়াত-শিবির। গুজব ও অপপ্রচার ছড়িয়ে নির্বাচনের সময় সহিংস সন্ত্রাসের ঘটনা ছড়িয়ে দিতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেছে গোয়েন্দা সংস্থা। পুলিশ সদর দফতর সূত্রে এ খবর জানা গেছে। পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গুজব ও অপপ্রচার ছড়ানোর ষড়যন্ত্র করছে জামায়াত-শিবির। তাদের সহায়তা করছে বিএনপির মধ্যে থাকা উগ্রপন্থীরা। নির্বাচন বানচাল করতে নানামুখী ষড়যন্ত্রের মধ্যে গুজব ও অপপ্রচার ছড়ানোর জন্য ভুয়া ওয়েবসাইট খুলছে জামায়াত-শিবির। গুজব ও ভুয়া খবর ছড়ানোর দায়ে ছাত্র শিবিরের দুই জনকে গ্রেফতার করেছে র‌্যাব। রাজধানীর মোহাম্মদপুর থেকে কামাল হোসেন (২৩) ও গাজীপুরের টঙ্গী থেকে মোঃ আল আমিনকে (৩০) গ্রেফতার করে র‌্যাব-২। গ্রেফতারদের মধ্যে আল আমিন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিএসই (কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং) ছাত্র। কামাল কুমিল্লা নওয়াব ফয়েজুন্নেছা বিশ্ববিদ্যালয় কলেজে বিবিএ (ব্যবস্থাপনা বিভাগ) তৃতীয় বর্ষের ছাত্র। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে তারা জানায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অনলাইনে ভুয়া খবর ছড়িয়ে দেশ-বিদেশে সরকারের সুনাম ক্ষুণœ করার চেষ্টা করছিল। নির্বাচন সামনে রেখে বিভিন্ন জাতীয় পত্রিকার আদলে অন্তত ২২টি ওয়েবসাইট নকল করে দেশ-বিদেশে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করে দেশের ভাবমূর্তি ক্ষুণœ করার চেষ্টা করছিল তারা। ওয়েবসাইট চালিয়ে পাওয়া অর্থের একটি বড় অংশ ছাত্র শিবিরের ফান্ডে দিত। নকল এতটাই সুক্ষ্মভাবে করা হতো যে, কারও বোঝার কোন উপায় নেই। বিভিন্ন জাতীয় পত্রিকার হুবহু কপি তৈরি করে ডোমেইন নিত। সেখানে এমন সব ভুয়া খবর দেয়া হতো, যাতে ‘বিএনপি, জামায়াত বা সরকারবিরোধী সমর্থকরা’ বেশি লাইক শেয়ার দেয়। তাদের কাছ থেকে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে রাষ্ট্র ও সরকারবিরোধী বিভিন্ন প্রচার ও ভুয়া সংবাদ প্রচারের আলামত উদ্ধার করা হয়েছে।
×