ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আইয়ুব বাচ্চু স্মরণে দিনব্যাপী ব্যান্ড ফেস্ট

প্রকাশিত: ০৬:১৮, ২ ডিসেম্বর ২০১৮

আইয়ুব বাচ্চু স্মরণে দিনব্যাপী ব্যান্ড ফেস্ট

স্টাফ রিপোর্টার ॥ পাঁচ বছর আগে বেসরকারী টিভি চ্যানেল আই কর্তৃপক্ষকে দিনব্যাপী ব্যান্ড ফেস্ট করার আহ্বান জানান প্রয়াত কিংবদন্তী ব্যান্ডসঙ্গীত শিল্পী আইয়ুব বাচ্চু। তার আহ্বানে সাড়া দিয়ে ২০১৪ সাল থেকে ডিসেম্বরের প্রথম দিনে ব্যান্ড ফেস্টের আয়োজন করে চ্যানেল আই। শনিবার ছিল এ উৎসবের পঞ্চম আসর। এবারই প্রথম আইয়ুব বাচ্চুকে ছাড়া এ উৎসব অনুষ্ঠিত হলো । সকালে চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, ইমপ্রেস গ্রুপের পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন অংশগ্রহণকৃত ব্যান্ড দলের সদস্যদের নিয়ে উৎসবের উদ্বোধন করেন। অনুষ্ঠানে আইয়ুব বাচ্চুকে স্মরণ করেন নাট্যজন মামুনুর রশিদ, তপন চৌধুরী, পার্থ বড়ুয়া, ফেরদৌস ওয়াহিদ, ফকির আলমগীর, কুমার বিশ্বজিৎ প্রমুখ। শাইখ সিরাজ বলেন, আজকের ব্যান্ড ফেস্টে সবাই আছেন, শুধু একজন নেই। ইংরেজী দুটি অক্ষরে তার পরিচয়। এবি। পেছনে তার সাদাকালো ছবি, সামনে গিটার। তিনি বলেছিলেন, ব্যান্ডের জন্য একটি দিন দরকার। আজকে ব্যান্ডের সবাই উপস্থিত। কেউ তাকে ভোলেনি। কুমার বিশ্বজিৎ বলেন, আইয়ুব বাচ্চুর সঙ্গে সম্পর্কটা অনেক দীর্ঘ। একটি মানুষ যাত্রাতেও গান বাজিয়েছেন, আবার হোটেলেও বাজিয়েছেন। প্রাচ্য এবং পাশ্চাত্য দুটিই ছিল। অনেক মানবিক এবং সম্মোহনী শক্তি ছিল। একাগ্রতা ও দায়িত্ববোধ ছিল তার মাঝে। খুব পরিশ্রমী ছিলেন। ঘুম ছাড়া বাকি পুরো সময়টাতেই তিনি গিটারের সঙ্গে একাত্ম ছিলেন। পার্থ বড়ুয়া বলেন, আইয়ুব বাচ্চু যেখানে আছেন, ভাল আছেন। ব্যান্ড ফেস্টটি আরও বড় পরিসরে কোথাও আয়োজন করার অনুরোধ করেন তিনি। ফেরদৌস ওয়াহিদ বলেন, আইয়ুব বাচ্চু তার সুর ও কর্মকা-ের মাঝে বেঁচে থাকবেন। আইয়ুব বাচ্চুকে ছাড়া এবারই প্রথমবারের মতো ব্যান্ড ফেস্টে অংশ নেয় এলআরবি। আইয়ুব বাচ্চুর ছেলে আহনাফ তাজওয়ার তার বাবার স্থানে পরিবেশনায় অংশ নেয়। উৎসবে আরও অংশ নেয় উচ্চারণ, ডিফারেন্ট টাচ, অবসকিউর, তিরন্দাজ, ম্যাট্রিকেল, দলছুট, ফিডব্যাক, জলের গান এবং আর্টসেল। ব্যান্ডদলগুলো নিজেদের গানের পাশাপাশি একটি করে আইয়ুব বাচ্চুর গান পরিবেশন করে।
×