ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইউরোপের বাজারে অবাধে বিক্রি হচ্ছে ডায়েট পিল

প্রকাশিত: ০৪:০১, ১ ডিসেম্বর ২০১৮

 ইউরোপের বাজারে অবাধে  বিক্রি হচ্ছে ডায়েট পিল

ইউরোপের বাজারে যেসব চিকিৎসা সামগ্রী অবাধে বিক্রি হয়ে থাকে তার মধ্যে একটি হলো ডায়েট পিল। এটি বিক্রিতে তেমন কড়াকড়ি নেই। কারণ ইউরোপীয় নিয়ন্ত্রকদের দৃষ্টিতে এটি ওষুধের পর্যায়ে পড়ে না, একে ঢালাওভাবে মেডিক্যাল ডিভাইসের মধ্যে ধরা হয়। ফলে ত্রুটিপূর্ণ পিল সেবনে অনেকের স্বাস্থ্যগত সমস্যা হচ্ছে। গার্ডিয়ান। ইউরোপের বাজারে ডায়েট পিল মেডিক্যাল ডিভাইসের মধ্যে গণ্য করা হয়। তাই এগুলো গ্রাহকদের কাছে সহজে পৌঁছানো যায়। ইইউ কর্মকর্তাদের এমন দৃষ্টিভঙ্গির বিষয়ে বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন। কোন কোন পিল পাকস্থলীতে গিয়ে বেলুনের মতো প্রাথমিক আকৃতির চেয়ে ২শ’ গুণ পর্যন্ত বেড়ে যায়। ইইউ বিধি মতে, রোগ নির্ণয়, রোগ প্রতিরোধ বা চিকিৎসায় ব্যবহৃত যে কোন বস্তু মেডিক্যাল ডিভাইসের মধ্যে পড়ে। সমালোচকরা বলেছেন, ওষুধ হিসেবে শ্রেণীকৃত পণ্যের জন্য যে ধরনের পরীক্ষার প্রয়োজন হয়, সে রূপ পরীক্ষা ছাড়াই নিরাপদ হিসেবে প্রশংসাপত্র পেয়ে যায় উৎপাদনকারীরা। রদারহ্যাম ইনস্টিটিউটের স্বাস্থ্য ব্যবস্থাপক ড. ম্যাট ক্যাপহর্ন বলেছেন, উৎপাদনকারীরা পেছনের দরজা দিয়ে নিরাপদ-অনুমোদন পাওয়ার জন্য বিধিগুলো ব্যবহার করছে। তিনি বলেন, এ কোম্পানিগুলোর কোন একটি যদি তার পণ্যের বিষয়ে আস্থাশীল থাকে তা হলে কেন তারা তাদের পণ্যের মান প্রমাণের জন্য ব্যাপক মান নিয়ন্ত্রণ পরীক্ষার মধ্য দিয়ে এগুলো বাজারজাত করে না। বুটস ইউকের এক মুখপাত্র বলেছেন, ‘রোগী ও গ্রাহকদের স্বাস্থ্য ও নিরাপত্তা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ এবং মোড়কে উল্লেখিত মান নিশ্চিত করতে আমরা সচেষ্ট আছি। বৈধতার সব শর্তাবলী আমরা মেনে চলি।’ মেডিক্যাল ডিভাইসের ইইউ-সংজ্ঞা নতুন বিধিতে পরিবর্তন করা হবে না। নতুন বিধিমালা কার্যকর হবে ২০২০ সালে। যুক্তরাষ্ট্রের মেডিসিন ও মেডিক্যাল ডিভাইস শিল্পের নিয়ন্ত্রক মেডিসিন এ্যান্ড হেলথকেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সির (এমএইচআরএ) বলেছে, তারা এ ধরনের ডিভাইসের ক্ষেত্রে বিধিমালা প্রয়োগ করা উচিত হবে কি না এ বিষয়ে এর আগে মতামত দিয়েছে এবং পরিবর্তনের জন্য ইইউকে তাগাদা দিয়েছে।
×