ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মেক্সিকোর ‘একগুঁয়ে’ বামপন্থী নেতা অবরাডর দায়িত্ব নিচ্ছেন আজ

দুর্নীতি দমনে আমি কঠোর, আপোসহীন

প্রকাশিত: ০৪:০০, ১ ডিসেম্বর ২০১৮

 দুর্নীতি দমনে আমি  কঠোর, আপোসহীন

একগুঁয়েমি হচ্ছে এক অন্যতম অমর্যাদাকর ও উপহাসমূলক শব্দ যা বিদ্যমান সামাজিক কাঠামো ও রীতিনীতিবিরোধী বামপন্থী এন্ড্রেস ম্যানুয়েল লোপেজ অবরাডরের বিরুদ্ধে ছুড়ে দেয়া হয়। লোপেজ মেক্সিকোর পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে শনিবার শপথ নিচ্ছেন। খবর এএফপির। ম্যানুয়েল লোপেজ তার দিকে ছুড়ে দেয়া ‘একগুঁয়ে’ গালকে প্রশংসা হিসেবেই বিবেচনা করেন। ‘আমলো’ বলে পরিচিত লোপেজ তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচনী অভিযানে শেষ পর্যন্ত সফলতা অর্জন করেছেন। তিনি অঙ্গীকার ব্যক্ত করে বলেছেন, অসংখ্য মেক্সিকোবাসীর দাবি অনুযায়ী দেশের পরিবর্তন আনার লড়াইয়ে তার একগুঁয়ে অনমনীয় শক্তির ব্যক্তিত্বকে ব্যবহার করবেন। তিনি বলেছেন, আমি একগুঁয়ে, এটি সুবিদিত বিষয়। আমি এ অভিযোগ নিয়েই কাজ করে যাব। আমি দুর্নীতি দমনে কঠোর ও আপোসহীন এবং একগুঁয়েমির সঙ্গে অনড় অবস্থানে থেকে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করব। এ সকল প্রতিশ্রুতির প্রতি আস্থা রয়েছে তার সঙ্গে ঘনিষ্ঠজনদের। লোপেজের এক স্পষ্টভাষী সমর্থক মেক্সিকীয় লেখক ও ঐতিহাসিক প্যাকো ইগনাসিও তাইবো ইল এএফপিকে বলেন, আমরা এমন একজন ব্যক্তি সম্পর্কে বলছি যার প্রধান গুণ হচ্ছে তার দৃঢ়তা ও অনমনীয়তা। লোপেজ অবরাডর (৬৫) মেক্সিকীয় রাজনীতিতে এক অত্যন্ত অন্যতম বিভেদ সৃষ্টিকারী ব্যক্তি। তার সমালোচকরা তাকে যতটা অবজ্ঞা করেন ততটা তাকে ভালবাসেন তার ভক্তরা। কিন্তু মেক্সিকোতে ব্যাপক পরিবর্তনের লড়াইয়ের প্রতিশ্রুতি ব্যক্ত করে তিনি ১ জুলাইয়ের ভোটে এবং মেক্সিকো এমন একটি দেশ যে দেশটি দুর্নীতি দারিদ্র্যে বিপর্যস্ত এবং ভয়ঙ্করভাবে চলছে সহিংস মাদক লড়াই। মাফিয়া চক্রের বিরুদ্ধে লোপেজ অবরাডরের তীব্র সমালোচনা মেক্সিকোর রাজনীতিতে ব্যাপক হতাশা প্রকাশ পেয়েছে বরাবরের মতোই। দেশটিতে গত ৮৯ বছর ধরে একই ধরনের দুটি দল শাসন করে আসছে। কিন্তু প্রেসিডেন্ট নির্বাচনে ভোটে দুবার দ্বিতীয় স্থান গ্রহণকারী লোপেজ এবার বেশ সংযত থেকে কথা বলেছেন এবং বিরোধীদের সমালোচনার জবাব দিয়েছেন। তিনি লাতিন আমেরিকার এ দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি কীভাবে চালাবেন যে বিষয়ে তিনি হাস্যকৌতুক ও সতর্কতা উচ্চারণ করে কথা বলেছেন। বৈরীরা যখন তাকে রাশিয়ার সঙ্গে সম্পর্কের জন্য অভিযুক্ত করেছেন তখন তিনি এ তিরস্কারকে বিভিন্নভাবে এড়িয়ে গেছেন। তিনি চার দফা প্রতিযোগিতায় ৫৩ শতাংশ ভোট পেয়েছেন। মেক্সিকোর আধুনিক ইতিহাসে এটি বৃহত্তম ব্যবধান। লোপেজ তার দুর্নীতিবিরোধী ও কৃচ্ছ্রতার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। তিনি তার বেতনের ৬০ শতাংশ ছেঁটে দিয়েছেন। তিনি আবাসিক প্রেসিডেন্ট ভবন বর্জন করেছেন, প্রেসিডেন্টের নিরাপত্তা ব্যবস্থা বাতিল করেছেন এবং প্রেসিডেন্টের জেটটি বিক্রি করে দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি এ কথাও বলতে ছাড়েননি যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও এরকম একটি বিমান নেই। মেক্সিকোর ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে রয়েছে তার সংঘাত। কেউ সতর্কতা উচ্চারণ করছেন যে, তিনি উগ্রপন্থী একনায়কসুলভ মনোবৃত্তির। এ ধরনের আশঙ্কা হ্রাসের লক্ষ্যে তিনি একটি বাজারবান্ধব উপদেষ্টা টিমের নিয়োগ দিয়েছেন।
×