ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জঙ্গী দমনে এলআইসি অফিস উদ্বোধন

প্রকাশিত: ০৪:২৩, ২৯ নভেম্বর ২০১৮

জঙ্গী দমনে এলআইসি অফিস উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২৮ নবেম্বর ॥ জঙ্গী, দুর্ধর্ষ সন্ত্রাসীসহ চিহ্নিত অপরাধীদের তথ্য-প্রযুক্তির মাধ্যমে আইনের আওতায় আনার লক্ষ্যে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে এলআইসি অফিসের উদ্বোধন করা হয়েছে। বুধবার এর উদ্বোধন করেন কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম। এ সময় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল-মামুন, শাখাওয়াত হোসেন, আজিম-উল আহসান, তানভীর সালেহীন ইমনসহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশ সুপার জানান, জঙ্গী এবং দুর্ধর্ষ সন্ত্রাসীসহ চিহ্নিত অপরাধীদের আটক করতে এ অফিসের কার্যক্রম শুরু হয়েছে। এর মাধ্যমে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা সম্ভব হবে। গাড়ির চাবি হস্তান্তর স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব আঞ্চলিক কেন্দ্র পূর্ণ অবয়বে স্থায়ী ক্যাম্পাস হিসেবে গড়ে তোলা হবে, যাতে সেবাগ্রহীতারা স্ব স্ব আঞ্চলিক কেন্দ্র থেকেই সেবা গ্রহণ করতে পারেন এবং কাউকে আর সেবা গ্রহণের জন্য গাজীপুর ক্যাম্পাসে আসতে হবে না। বুধবার সকালে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৬টি আঞ্চলিক কেন্দ্রে ব্যবহারের জন্য মাইক্রোবাসের চাবি হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যকালে এসব কথা বলেন। গাজীপুর ক্যাম্পাসে ভাইস-চ্যান্সেলরের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় উপউপাচার্য প্রফেসর ড. মশিউর রহমান, ডিন, রেজিস্ট্রার, ৬টি আঞ্চলিক কেন্দ্রের পরিচালকবৃন্দ, পরিচালক (পরিবহন) ও বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।
×