ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ফিলিস্তিনীদের বিক্ষোভে ইসরাইলী সৈন্যের গুলি

প্রকাশিত: ০৪:০৫, ২৫ নভেম্বর ২০১৮

 ফিলিস্তিনীদের বিক্ষোভে ইসরাইলী সৈন্যের গুলি

গাজা সীমান্তে শুক্রবার এক বিক্ষোভকালে ইসরাইলী সৈন্যদের গুলিতে অন্তত ১৪ ফিলিস্তিনী আহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানিয়েছে। গত সপ্তাহের অস্ত্রবিরতি চুক্তির পর এই সহিংসতা ঘটল। হাজার হাজার লোক বিক্ষোভে অংশ নেয়। কিন্তু অধিকাংশই সীমান্ত থেকে দূরে থাকে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা বলেন, সীমান্তে ইসরাইলী বাহিনীর গুলি বর্ষণের ঘটনায় ১৪ জন আহত হয়েছে। আহতদের মধ্যে এক শিশুও রয়েছে। শিশুটি গাজা ভূখ-ের মধ্যাঞ্চলে আল-বুরেইজ শরণার্থী শিবিরের পূর্বাঞ্চলে বুকে গুলিবিদ্ধ হয়। বিক্ষোভকারীরা ইসরাইলী সৈন্যদের লক্ষ্য করে জ্বলন্ত চাকা বা দাহ্য বহনকারী বেলুন ছুড়ে মারে। মার্চ মাসে সীমান্তে বিক্ষোভ শুরুর পর থেকে তারা এ ধরনের হামলা চালিয়ে আসছে। মিসরের মধ্যস্থতায় একটি অস্ত্রবিরতি ১৩ নবেম্বর ভেঙ্গে যাওয়ার পর টানা দ্বিতীয় শুক্রবার এ ধরনের বিক্ষোভের ঘটনা ঘটল। -এএফপি
×