ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্লেস্টেশন কন্ট্রোলারে আসছে পুরো টাচস্ক্রিন

প্রকাশিত: ০৫:৪০, ২৪ নভেম্বর ২০১৮

 প্লেস্টেশন কন্ট্রোলারে আসছে পুরো টাচস্ক্রিন

ভার্জ ॥ ২০ বছরেরও বেশি সময় ধরে সনির প্লেস্টেশন কন্ট্রোলারে খুব বেশি বদল আনা হয়নি। এবার এই কন্ট্রোলার নিয়ে নতুন একটি পেটেন্ট করেছে প্রতিষ্ঠানটি। এই পেটেন্ট থেকে প্রতিষ্ঠানটি ডুয়ালশক ৪-এর টাচ সেনসিটিভ কন্ট্রোল প্যাডের জায়গায় একটি পুরো টাচস্ক্রিন প্যাড আনা হতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে- বলা হয় প্রযুক্তি সাইট ভার্জ-এর প্রতিবেদনে। এর আগে সনি ইন্টারএ্যাকটিভ কন্ট্রোলার আনার বিষয়ে আভাস দিয়েছে। তারপর প্রতিষ্ঠানটি বর্তমানে বাজারে থাকা এলইডি লাইট বারযুক্ত পিএস৪ কন্ট্রোলার নিয়ে আসে। এর আগে নিনটেনডো উয়ি ইউ গেমিং কনসোলের ক্ষেত্রেও এমনটা দেখা গেছে। তারও আগে সেগা ড্রিমকাস্ট ডিভাইসেও ছিল এই ফিচার। ডুয়ালশক ৪ কন্ট্রোলারের টাচ প্যাডকে ডেভেলপাররা শুধু বড় একটি ‘পজ বাটন’ হিসেবেই কাজে লাগিয়েছে। তাছাড়া প্লেস্টেশন কন্ট্রোলারে পর্দা যোগ করলে এটির দাম আরও বাড়বে। তারপরও ধারণা করা হচ্ছে কন্ট্রোলারে পর্দা যোগ করে সঠিক দিকেই এগোচ্ছে সনি। আপাতত এটি শুধুই নতুন পেটেন্ট। ভবিষ্যতে সনির গেমিং কন্ট্রোলারে পর্দা যোগ করা হবেই এমনটা তাই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
×