ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইয়েমেনে বিদ্রোহী নেতার সঙ্গে জাতিসংঘ দূতের বৈঠক

শান্তি আলোচনা নিয়ে মতবিনিময়

প্রকাশিত: ০৫:০৯, ২৪ নভেম্বর ২০১৮

শান্তি আলোচনা নিয়ে মতবিনিময়

জাতিসংঘের দূত মার্টিন গ্রিফিথস প্রত্যাশিত ডিসেম্বর শান্তি আলোচনার বিস্তারিত বিষয় জানার জন্য বৃহস্পতিবার ইয়েমেনের বিদ্রোহী প্রধান আবদুল মালিক আল-হুতির সঙ্গে সাক্ষাত করেছেন। বন্দর শহর হোদায়দায় পরিকল্পিত সফরের একদিন আগে তিনি এ সাক্ষাত করলেন। খবর এএফপির। ইয়েমেনে কয়েক বছরের সংঘাত অবসানে আগামী মাসের প্রথম দিকে আলোচনা অনুষ্ঠানের জন্য চেষ্টা করে যাচ্ছেন তিনি। তিনি বুধবার বিদ্রোহী অধিকৃত রাজধানী সানায় পৌঁছেন। দীর্ঘদিনের গৃহযুদ্ধে দেশটি দুর্ভিক্ষের সম্মুখীন হয়েছে। এক জাতিসংঘ সূত্র বলেছে, এ কূটনীতিকের শুক্রবার হোদায়দা সফরের লক্ষ্য হচ্ছে স্টকহোমে অনুষ্ঠেয় এ আলোচনা সামনে রেখে বৈরিতার ওপর একটি আচ্ছাদন দেয়ার জন্য ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের ও সৌদি নেতৃত্বাধীন জোট সমর্থিত সরকারী বাহিনীকে উৎসাহিত করা। জাতিসংঘের সংস্থাগুলো বলেছে, ইয়েমেনে সংঘাতে এ পর্যন্ত কয়েক হাজার লোক নিহত হয়েছে এবং প্রায় ১ কোটি ৪০ লাখ লোক দুর্ভিক্ষের কবলে পড়ার ঝুঁকি দেখা দিয়েছে। সৌদি নেতৃত্বাধীন জোট ২০১৫ সালে ইয়েমেনে হস্তক্ষেপ করলে সংঘাত ধাপে ধাপে বৃদ্ধি পায়। বিদ্রোহী ও সরকারী বাহিনী দু’পক্ষই গত সপ্তাহে আলোচনা অনুষ্ঠানের জন্য দূতের এ মিশনের প্রতি সমর্থন ব্যক্ত করেছে এবং লোহিত সাগর তীরবর্তী শহর হোদায়দায় সহিংসতা হ্রাস পায় যদিও থেমে থেমে সংঘাত অব্যাহত রয়েছে। সকল আমদানি পণ্য ও মানবিক ত্রাণের জন্য প্রবেশ পয়েন্ট হওয়ায় এ বন্দরশহরটির গুরুত্ব অপরিসীম। বিদ্রোহীদের মুখপাত্র মোহাম্মদ আবদেল সালাম টুইটারে বলেছেন, ডিসেম্বরে নতুন আলোচনায় কী ধনের ফলপ্রসূতার সৃষ্টি হতে পারে তা নিয়ে আলোচনা করেছেন গ্রিফিথস ও আবদুল মালিক আল হুতি। মুখপাত্র বলেন, যুদ্ধাহত ও অসুস্থ ব্যক্তিদের বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে এবং চিকিৎসা শেষে তাদের ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এর আগে, সেপ্টেম্বরের ব্যর্থ আলোচনায় বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। বিদ্রোহীদের হাইয়ার রেভুল্যুশনারি কমিটির প্রধান ও প্রভাবশালী ব্যক্তি মোহাম্মদ আলী আল হুতি বলেছেন, বিদ্রোহীরা শান্তি আলোচনার জন্য প্রস্তুত। গ্রিফিথসের সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, আমরা শান্তির পক্ষে। আমরা শান্তির জন্য প্রস্তুত যদি সৌদি নেতৃত্বাধীন জোট তা চায়। মানবিক ত্রাণ সংস্থাগুলোর একান্ত কামনা রক্তক্ষয় অবসানে বর্তমান শান্তি উদ্যোগ আরও স্থায়ী রূপ নিক। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস গত মাসে ইয়েমেনে অস্ত্র বিরতির জন্য এবং পরবর্তী ৩০ দিনের মধ্যে আলোচনা শুরু করার জন্য যুদ্ধমান পক্ষগুলোর প্রতি এক আকস্মিক আহ্বান জানান। যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট আবেদরাব্বো মনসুর হামির সমর্থক সৌদি নেতৃত্বাধীন জোটকে গোয়েন্দা সহযোগিতার মতো বোমা ও অস্ত্র সরবরাহ করছে। কিন্তু সম্প্রতি যুক্তরাষ্ট্র সৌদি যুদ্ধ বিমানগুলোর জন্য আর জ্বালানি সরবরাহ করছে না। ব্রিটেন সোমবার হোদায়দায় তাৎক্ষণিক অস্ত্র বিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাব উত্থাপন করেছে। এ যুদ্ধ অবসানে দু’বছরের মধ্যে গ্রিফিথসের বর্তমান শান্তি উদ্যোগ এক বৃহত্তম পদক্ষেপ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, ইয়েমেনে সংঘাতে এ পর্যন্ত প্রায় ১০ হাজার লোক নিহত হয়েছে যদিও কয়েকটি মানবাধিকার গ্রুপ বলেছে, নিহতের সংখ্যা পাঁচগুণ হবে।
×