ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মধুপুরে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় উইং কমান্ডার আরিফ নিহত

প্রকাশিত: ০৪:৫৪, ২৪ নভেম্বর ২০১৮

 মধুপুরে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় উইং কমান্ডার আরিফ নিহত

স্টাফ রিপোর্টার ॥ টাঙ্গাইলের মধুপুর উপজেলায় বিমান বাহিনীর টেলকি ফায়ারিং জোনে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বাংলাদেশ বিমান বাহিনীর উইং কমান্ডার আরিফ আহমেদ দিপু নিহত হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রমেন্দ নাথ বিশ্বাস জানান, ২২-২৭ নবেম্বর পর্যন্ত অরণখোলা ইউনিয়নে বিমান বাহিনীর মহড়া ছিল। শুক্রবার বিকেলে বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজি নামক বিমানটি হঠাৎ বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই উইং কমান্ডার আরিফের মৃত্যু হয়। আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আলমগীর হোসেন দুর্ঘটনায় একজন নিহত হবার কথা উল্লেখ করে বলেন, দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। টাঙ্গাইল থেকে নিজস্ব সংবাদদাতা জানান, খবর পেয়ে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত ঘটনাস্থল পরিদর্শন করেন। ফায়ার সার্ভিস ও পুলিশসহ অন্যান্য সংস্থার লোকজন সেখানে ছুটে যান। এ বিষয়ে ঘটনাস্থল টাঙ্গাইলের অরণখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ ফেরদৌস বলেন, প্রশিক্ষণ বিমানটি বিমান বাহিনীর ফায়ারিং রেঞ্জের মধ্যেই বিধ্বস্ত হয়েছে। এটি বিধ্বস্ত হয়ে গজারি বনের গাছের ওপর পড়েছে। বিধ্বস্ত বিমানের বিভিন্ন অংশ চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে পড়েছে। আমরা উদ্ধার কাজ চালাচ্ছি। স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রমেন্দ্রনাথ বিশ্বাস জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে অরণখোলা ইউনিয়নে প্রশিক্ষণ যুদ্ধ বিমান বাহিনীর মহড়া চলছিল। আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই মহড়া চলার কথা রয়েছে। এদিকে ইউএনও রমেন্দ্র নাথ বিশ্বাস ও অরণখোলার ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম মিয়া জানান, শুক্রবার বিকেলে এফ-৭ পিজি উড়োজাহাজটি হঠাৎ বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে বিমানটি মাটিতে পড়ে যায়। ঘটনাস্থলেই পাইলট আরিফের মৃত্যু হয়। এ ঘটনার পর বিমান বাহিনী, মধুপুর থানা পুলিশ ও মধুপুর ফায়ার সার্ভিস উদ্ধার কাজে নিয়োজিত আছে। এ বিষয়ে মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশান কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। নিহতের লাশ টুকরো টুকরো হয়ে গেছে। একই সঙ্গে বিমানটিও গুড়িয়ে গেছে।
×