ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

২৫ হাজার ইয়াবা

দুই আসামির ১২ বছর করে কারাদন্ড

প্রকাশিত: ০৬:৫৪, ২৩ নভেম্বর ২০১৮

দুই আসামির ১২ বছর করে কারাদন্ড

কোর্ট রিপোর্টার ॥ পঁচিশ হাজার ছয় শ’ ইয়াবা বড়ি উদ্ধারের মামলায় ট্রাক ড্রাইভার মোঃ আমজাদ শেখ (৪৯) ও হেলপার মোঃ সবুজ মিয়ার (২৪) ১২ বছর করে কারাদ- দিয়েছে আদালত। বৃহস্পতিবার ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফারহানা ফেরদৌস আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। আসামিদের মধ্যে আমজাদ পাবনা জেলার আমিনপুর থানার মির্জাপুর গ্রামের মৃত আরশেদ শেখের ছেলে ও সবুজ যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন দিঘিরপাড় গ্রামের হোসেন আলীর ছেলে। ২০১৬ সালের ১৯ মে সহকারী পুলিশ কমিশনার মোঃ রফিকুল আলমের নেতৃত্বে ডিবি উত্তরা এলাকা থেকে ঢাকা মেট্রো-ট ১৮-০৩০৯ নম্বর ট্রাক গোপন সংবাদের ভিত্তিতে আটক করে। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে ট্রাকে থাকা একজন পালিয়ে যায় এবং ২ জন গ্রেফতার হয়। জিজ্ঞাসাবাদে ট্রাকের ড্রাইভার আমজাদ ও হেলপার সবুজ বসার সিটের নিচে বিশেষ কায়দায় তৈরি বক্সে থাকা একটি শপিংব্যাগ হতে ১২৮ পলিব্যাগ থেকে পঁচিশ হাজার ছয় শ’ পিস ইয়াবা বের করে দেয়। তারা জিজ্ঞাসাবাদে পালিয়ে যাওয়া ব্যক্তির নাম সুরত আলী বলে জানায়। তিনজনেরই বিরুদ্ধে মামলা করেন ডিবি দক্ষিণ পুলিশের এসআই মোঃ আমিরুল ইসলাম। তবে এসআই মোঃ রেজাউল করিম ২ জনের বিরুদ্ধে চার্জশীট দিয়ে নাম ঠিকানা না পওয়ায় সুরত আলীকে অব্যাহতির আবেদন করেন।
×