ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খাল উদ্ধারের দাবি

প্রকাশিত: ০৪:৩৮, ২৩ নভেম্বর ২০১৮

 খাল উদ্ধারের দাবি

নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ২২ নবেম্বর ॥ বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের ধামশুর ও আখালিয়া গ্রামবাসী ভূমি দস্যু ও ফ্যাক্টরি কর্তৃক জবর দখল হওয়া ধোবাজান খাল পুনর্উদ্ধারের দাবিতে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেছে। মানববন্ধন শেষে এলাকবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধনে অংশ নেয়া এলাকাবাসী অভিযোগ করেন। গত কয়েক বছর ধরে এলাকার কতিপয় ভূমি জবর দখলকারী ফ্যাক্টরি মালিকদের সঙ্গে আঁতাত করে খালের বেশির ভাগ অংশে মাটি ভরাট ও বিল্ডিং নির্মাণ করে খালটির অস্তিত্ব বিলীন করে দিয়েছে। সম্প্রতি আরটি কম্পোজিট মিলের মালিক আব্দুর রাজ্জাকের নামীয় একটি সাইনবোর্ড ওই এলাকার হেলাল শিকদার লোকজন নিয়ে খালের দক্ষিণ অংশে মিজানুর রহমান পাঠান গংদের জমিতে স্থাপন করে জমি দখলে নেয়ার চেষ্টা করে।
×