ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনে নির্বাচনী কর্মকর্তাদের নির্দেশ ইসির

প্রকাশিত: ০৫:৫৫, ১৮ নভেম্বর ২০১৮

নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনে নির্বাচনী কর্মকর্তাদের নির্দেশ ইসির

স্টাফ রিপোর্টার ॥ দলমত নির্বিশেষে নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনের জন্য নির্বাচনী কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ইসি শাহাদত হোসেন চৌধুরী বলেন, জাতীয় নির্বাচনে কোন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। যেহেতু এবারের নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে তাই নির্বাচনও হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বলে উল্লেখ করেন। শনিবার ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ভবনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। বলেন, ইসি কোন প্রশ্নবিদ্ধ নির্বাচন করতে চায় না। নিরপেক্ষতার বিষয়ে কোন ছাড় দেয়া হবে না। যার যার অবস্থান থেকে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। এ নির্বাচন যাতে গ্রহণযোগ্য হয়, সে বিষয়ে সবাইকে সচেষ্ট থাকতে হবে। শাহাদত হোসেন বলেন, আপনাদের নিরপেক্ষতা নিয়ে কোন ধরনের প্রশ্ন উঠলে নির্বাচন কমিশন আইনানুগ ব্যবস্থা নেবে। কারও বিরুদ্ধে যদি কোন রকমের পক্ষপাতিত্বের অভিযোগ পাওয়া যায়, সেটা তদন্তের মাধ্যমে প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। নিরপেক্ষতার বিষয়ে কাউকে কোন রকম ছাড় দেয়া হবে না। তিনি বলেন,অংশগ্রহণমূলক এই নির্বাচন সুষ্ঠুভাবে করার জন্য, প্রত্যেক প্রার্থী যেন সমান সুযোগ পায়, সেটি আপনাদের নিশ্চিত করতে হবে। এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশবাসীর সঙ্গে বিশ্বের প্রতিটা দেশ তাকিয়ে আছে সামনের নির্বাচনের দিকে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন করতে বর্তমান নির্বাচন কমিশন দৃঢ় প্রতিজ্ঞ। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই জনগণের প্রত্যাশিত একটি সরকার গঠিত হতে পারে, যারা এ দেশটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। আমি, আপনি, আমরা সবাই এই দেশের নাগরিক। বিশ্বাস করি, এ দেশের ভবিষ্যতের জন্য একটা সুষ্ঠু নির্বাচন অপরিহার্য। নির্বাচন কমিশনার বলেন, মাঠপর্যায়ে যারা কাজ করছেন, তাদের সবসময় বলে থাকি, আপনারা হলেন কমিশনের অঙ্গপ্রত্যঙ্গ। প্রধান নির্বাচন কমিশনার এবং চারজন কমিশনারের সমন্বয়ে গঠিত নির্বাচন কমিশন চায়, একটা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ এবং সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন। আমরা চাই, যারাই নির্বাচনে আসুক প্রত্যেকে দলমত নির্বিশেষে আপনারা আপনাদের নিরপেক্ষতা বজায় রাখবেন। এবারের নির্বাচন খুব গুরুত্বপূর্ণ। কেননা, নিবন্ধিত দলের বাইরে অনেক অনিবন্ধিত দল জোটগতভাবে নির্বাচনে অংশ নিতে যাচ্ছে। নির্বাচন অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ হবে। সব দল অংশ নেয়ায় কমিশন আনন্দিত বলে উল্লেখ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মোস্তফা ফারুক। তফসিল অনুযায়ী একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩০ ডিসেম্বর। এ নির্বাচনে অংশ নিতে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৮ নবেম্বর। বাছাই ২ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা ৯ ডিসেম্বর। এদিকে একটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রীকে প্রধান অতিথি হিসেবে অংশ না নিতে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। ঐতিহ্য অন্বেষণ (প্রত্মতাত্ত্বিক গবেষণা কেন্দ্র) গত ১১ নবেম্বর ‘ভাই গিরিশচন্দ্র সেন মিউজিয়াম, পাঁচদোনা, নরসিংদী’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের উপস্থিতির বিষয়ে নির্বাচন কমিশনের মতামত জানতে চেয়েছিল। এর পরিপ্রেক্ষিতে ইসির উপসচিব আতিয়ার রহমান চিঠি পাঠিয়ে কমিশনের সিদ্ধান্ত সংস্থাটির নির্বাহী পরিচালককে জানিয়ে দিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, ঐতিহ্য অন্বেষণ সংস্থার উদ্যোগে ভারতীয় হাইকমিশনের অর্থায়নে আয়োজিত প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানটি অরাজনৈতিক হওয়ায় তাতে আপত্তি নেই। তবে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকতে পারবেন না অর্থমন্ত্রী। এদিকে আগামী ৬ ডিসেম্বর অনুষ্ঠেয় প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের বিষয়ে বুধবার কমিশনের কাছে মতামত চেয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে ১০৭তম, ১০৮তম এবং ১০৯তম আইন ও প্রশাসন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতির কথা রয়েছে। এ বিষয়ে অনাপত্তি জানিয়ে ইসির যুগ্মসচিব ফরহাদ আহাম্মদ খান বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে। নির্বাচন পর্যবেক্ষক সংস্থার তথ্য চেয়ে ইসি ॥ এদিকে একাদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইচ্ছুক সংস্থাগুলোর তথ্য চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির নিবন্ধিত এসব বেসরকারী সংস্থা কোন এলাকায় কতজন প্রতিনিধির মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণ করতে চায় সে বিষয়ে দিতে শনিবার সংশ্লিষ্ট সংস্থাগুলো চিঠি দিয়েছে। আগামী ২১ নবেম্বরের মধ্যে প্রয়োজনীয় তথ্য নির্বাচন কমিশনকে জানাতে বলা হয়েছে। উল্লেখ্য, নির্বাচন পর্যবেক্ষণে ইসির নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থা রয়েছে ১১৮টি। আগামী ২০ নবেম্বর এসব সংস্থার প্রতিনিধিদের উদ্দেশে ব্রিফ করবেন ইসি সচিব।
×